September 27, 2025, 11:51 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৩ ঘণ্টা বন্ধ থাকার পর আবারও লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে পাটুরিয়া এক নম্বর ঘাট থেকে লঞ্চ চলাচল শুরু হয়।
লঞ্চ মালিক সমিতির ম্যানেজার পান্না লাল নন্দী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পদ্মা নদীর প্রবাহে যাত্রী ওঠানামার একটি জেটি বিলীন হয়ে যাওয়ায় এবং দুই নম্বর ঘাট নদীতে বিলীন হওয়ায় ওই রুটে লঞ্চ চলাচল বন্ধ হয়ে গিয়েছিল।
গত মঙ্গলবার (৫ আগস্ট) পদ্মার স্রোতে ওই জেটি নদীগর্ভে বিলীন হওয়ার পাশাপাশি বাকি জেটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। পরে ঘাট স্থানান্তর করা হয়। কিন্তু শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যায় র্যাম্পের গোড়া থেকে মাটি সড়ে যাওয়ায় লঞ্চ চলাচল আবারও বন্ধ হয়ে যায়।
শনিবার (৯ আগস্ট) সকালেই পাটুরিয়ার বিআইডব্লিউটিএ’র এক নম্বর ঘাট লঞ্চ চলাচলের জন্য পুনরায় খোলার পর সীমিত পরিসরে লঞ্চ চলাচল পুনরায় শুরু হয়।