August 11, 2025, 9:35 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বাংলাদেশে ইলিশ ধরার ভরা মৌসুম চলছে। ইলিশ ধরাও পড়ছে। তবুও স্থানীয় বাজারে পর্যাপ্ত ইলিশ মিলছে না, ফলে দাম ক্রেতাদের নাগালের বাইরে। আশ্চর্যের বিষয় হলো, উৎপাদনস্থল বাংলাদেশে দাম চড়া হলেও ভারতের কলকাতায় তুলনামূলক কম দামে বিক্রি হচ্ছে ইলিশ।
রোববার রাজধানীর বিভিন্ন খুচরা ও পাইকারি বাজার ঘুরে দেখা গেছে, ৫০০-৬০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১,২০০–১,৪০০ টাকায়। ৭০০-৮০০ গ্রামের ইলিশের দাম কেজিপ্রতি ১,৭০০-২,০০০ টাকা। আর এক কেজি ওজনের ইলিশের দাম ২,২০০-২,৪০০ টাকা।
বাজারের বিক্রেতারা বলছেন, “মৌসুম হলেও জেলেদের জালে ইলিশ কম পড়ছে, তাই সরবরাহ কম ও দাম বেশি।”
ক্রেতারা ইলিশের দাম অস্বাভাবিক। অনেকেই বলছেন, “বাধ্য হয়ে ৬০০ গ্রামের একটি ইলিশ ১,৪৫০ টাকায় কিনেছি।”
কলকাতায় তুলনামূলক কম/
কলকাতা ও হাওড়ার বাজারদরে দেখা গেছে, ৫০০ গ্রামের ইলিশের দাম ৬০০–৭৫০ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১,০৫০ টাকা)। ৭০০ গ্রামের বেশি ওজনের ইলিশ কেজিপ্রতি ১,২০০–১,৩০০ রুপি (প্রায় ১,৬০০–১,৮০০ টাকা)। আর এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১,৫০০–১,৮০০ রুপিতে (প্রায় ২,০০০–২,৫০০ টাকা)।
আসছে মিয়ানমার থেকে
ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অতুল দাস জানান, এ বছর বঙ্গোপসাগর উপকূলে সরবরাহ কম থাকলেও বাজারে চাহিদা মেটাতে পশ্চিমবঙ্গে মিয়ানমারের ইরাবতী নদীর ইলিশ আসছে।
এক কেজির বেশি ওজনের এসব ইলিশ কেজিপ্রতি ১,৫০০ রুপিতে বিক্রি হচ্ছে। গুজরাট ও মুম্বাই উপকূলের বড় আকারের (১–২ কেজি) ইলিশ মিলছে তুলনামূলক কম দামে—কেজি ১,০০০ রুপিতে। তবে স্থানীয় বড় ইলিশের দাম এখনও বেশি, কেজিপ্রতি ১,৭০০–১,৮০০ রুপি।
বাংলাদেশি ইলিশের অপেক্ষা
জানা গেছে, এ বছর এখনো বাংলাদেশের ইলিশ পশ্চিমবঙ্গে রপ্তানি হয়নি। তবুও সেখানকার ব্যবসায়ী ও ভোক্তারা বাংলাদেশি ইলিশের জন্য অধীর অপেক্ষায় আছেন। অতুল দাস বলেন, “আমরা চাই, এবারও ১৫ আগস্টের পর বাংলাদেশ ইলিশ রপ্তানি অনুমোদন দিক। এজন্য আবেদনও করা হয়েছে।”
একটি সূত্র জানাচ্ছে, এরপরও বঙ্গোপসাগর হয়ে বিভিন্ন সময়ের মতো এবারও ইলিশের একটি অংশ ভারতে পাচার হচ্ছে। তবে এ বিষয়ের সমর্থনে আইন শৃঙ্খলা বাহিনীর কোন সূত্রের বক্তব্য পাওয়া যায়নি।
অন্য একটি সূত্র বলছে, ঠিক অথনৈতিক নয়, অন্য কোন পণ্য নিয়ে আসার বিনিময়ে কোন কোন কুচক্রী মহল ইলিশ ভারতে পাচার করে থাকতে পারে।