November 13, 2025, 3:56 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
গণভোট ও সংসদ নির্বাচন একই দিনে অবরোধ/সাড়ে চার ঘণ্টা পর স্বাভাবিক যান চলাচল ঢাকা–খুলনা মহাসড়কে রাজবাড়ীতে থেমে থাকা বাসে কুষ্টিয়াগামী এসবি পরিবহনের ধাক্কা, আহত ১৫ মানবতাবিরোধী অপরাধ মামলা: শেখ হাসিনাসহ তিনজনের রায় ১৭ নভেম্বর কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুটি দুর্নীতির মামলা সশস্ত্র বাহিনীর বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও সাড়ে তিন মাস বাড়লো আইনশৃঙ্খলা স্থিতিশীল হলে পুনরায় চালু হবে ভারত-বাংলাদেশ আন্তঃদেশীয় ট্রেন ‘অপারেশন ফার্স্ট লাইট’: পদ্মার চরে চার জেলায় ১,৫০০ পুলিশ সদস্যের বিশেষ অভিযান পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আমদানির সুপারিশ ট্যারিফ কমিশনের কুষ্টিয়ায় আবারও ডিসি পরিবর্তন/ ইকবাল হোসেন আসছেন নতুন জেলা প্রশাসক হিসেবে

দেশে দাম ২৫০০, ভারতে যাচ্ছে ১৫০০ টাকা দরে ১২০০ টন ইলিশ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ রফতানির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (৮ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের রফতানি-২ শাখার উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিবছরের মতো এবারও দুর্গাপূজাকে কেন্দ্র করে ইলিশ রফতানি করা হবে।
গত বছরের প্রেক্ষাপট/
এর আগে ২০২৪ সালে দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩ হাজার মেট্রিক টন ইলিশ রফতানির অনুমোদন দিয়েছিল অন্তর্র্বতীকালীন সরকার। তবে পরে সেটি কমিয়ে ২ হাজার ৪২০ টনে আনা হয়।
বিতর্ক ও প্রশ্ন/
দেশে ভরা মৌসুমে ইলিশের সংকট, বাজারে সর্বোচ্চ দাম এবং তীব্র বিরোধিতার মধ্যেও রফতানির সিদ্ধান্তে প্রশ্ন উঠেছে। মাছ ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার দায়িত্ব গ্রহণের পর থেকেই ইলিশ রফতানির বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। তার বক্তব্য ছিল দেশের সাধারণ মানুষ আগে ইলিশ খাবে, তারপর রফতানি নিয়ে ভাবা যেতে পারে।
তিনি বলেন, আহরণ কম, প্রাপ্যতা কম, মানুষ খেতে পারছে না। এটা নিয়ন্ত্রণ করতে না পারলে সেটা দুঃখজনক। দেশের ভোক্তাদের জন্য দাম এখনও ২৫০০ টাকার মধ্যে রয়েছে।
কূটনৈতিক ইঙ্গিত/
কূটনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, ভারতে ইলিশ রফতানি শুধু অর্থনৈতিক বিষয় নয়, বরং কূটনৈতিক বার্তাও বহন করে। ১৯৯২ সালে প্রথম ইলিশ রফতানি শুরু হয় এবং তখন থেকেই দুর্গাপূজা ঘিরে ভারতের পশ্চিমবঙ্গে এর চাহিদা অত্যন্ত বেশি।
তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং ভারতীয় নেতাদের বক্তব্যে অনেকেই মনে করছেন, এই রফতানি সিদ্ধান্তের ভেতরে কূটনৈতিক টানাপোড়েনের ইঙ্গিতও লুকিয়ে আছে।
ইলিশ রফতানি বন্ধে আইনি নোটিশ/
ইলিশ রফতানির সিদ্ধান্ত বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারকে অনুরোধ করে আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের এক আইনজীবী। গতবছর সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান এই নোটিশ পাঠান। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও আমদানি-রফতানি কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রক বরাবরে এ নোটিশ পাঠানো হয়।
ঐ আইজীবী জানান, বাংলাদেশের রফতানি নীতি ২০২১-২৪ অনুযায়ী ইলিশ মাছ মুক্তভাবে রফতানিযোগ্য কোনো মাছ নয়। এ পরিস্থিতিতে বাণিজ্য মন্ত্রণালয় ভারতে ইলিশ মাছ রফতানির অনুমতি দিয়ে বাংলাদেশের জনগণের স্বার্থবিরোধী কাজ করেছে। এর আগে এক বিজ্ঞপ্তিতে বাণিজ্য মন্ত্রণালয় বলে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন রফতানিকারকদের আবেদনের প্রেক্ষিতে নির্ধারিত শর্তাবলি পূরণসাপেক্ষে ৩ হাজার মেট্রিক টন ইলিশ রফতানিরৃ অনুমোদন দেয়া হয়েছে।
এ নিয়ে দেশজুড়ে বির্তক দেখা দিলে ইলিশের পরিমান কমিয়ে আনা হয়।
আশা প্রকাশ তয়েছির এ বছর হয়তো সরকার ইলিশ পাঠানো থেকে দুরে সড়ে আসবে কিন্তু সেটা হয়নি।।
দেশে যখন ইলিশের দাম রেকর্ড পরিমাণে বেড়ে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে, তখন তুলনামূলকভাবে কম দামে প্রতিবেশী ভারতে ইলিশ রফতানির সিদ্ধান্ত ঘিরে বিতর্কও তীব্র হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net