December 31, 2025, 4:48 pm

দৈনিক কুষ্টিয়া অনলাৈইন/
ঘন কুয়াশার কারণে সারাদেশে সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ম্যানেজমেন্ট বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। বিভাগটি জানায়, সন্ধ্যা ৬টার পর থেকে দেশের কোনো নদীবন্দর থেকেই লঞ্চ বা অন্যান্য নৌযান চলাচলের অনুমতি দেওয়া হয়নি।
এর আগে ঘন কুয়াশার কারণে নৌপথে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যায়। যাত্রী ও নৌযানের নিরাপত্তার কথা বিবেচনা করে সাময়িকভাবে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দেশের গুরুত্বপূর্ণ ফেরি রুট পাটুরিয়া–দৌলতদিয়া ও আরিচা–কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ করেছে। এর ফলে শনিবার রাত পৌনে ১০টার দিকে পাটুরিয়া–দৌলতদিয়া পথে এবং রাত সাড়ে ৯টার দিকে আরিচা–কাজিরহাট নৌপথে ফেরি চলাচল স্থগিত করা হয়।
বিআইডব্লিউটিসির ভারপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক মো. আব্দুস সালাম বলেন, রাতের দিকে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় নদীর মার্কিং পয়েন্ট দেখা যাচ্ছিল না। দুর্ঘটনার ঝুঁকি এড়াতেই ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, কুয়াশা কেটে গেলে পরিস্থিতি বিবেচনা করে ফেরি চলাচল পুনরায় শুরু করা হবে। একই তথ্য নিশ্চিত করে বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক (আরিচা) আবু আব্দুল্লাহ বলেন, ‘চিত্রা’ নামের একটি ফেরি বর্তমানে কাজিরহাট ঘাটের কাছে নোঙর করে রাখা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত শুক্রবার মধ্যরাতের পর থেকে চাঁদপুর, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন নৌপথে যাত্রীবাহী লঞ্চ ও মালবাহী কার্গোর একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ছয়জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। এ পরিস্থিতির পরিপ্রেক্ষিতেই নৌপথে চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির কর্মকর্তারা জানান, নৌপথে দৃশ্যমানতা স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।
আমান/