April 29, 2025, 3:11 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
শুধু মার্চ মাসে চিন্থিত করা গেছে ৪৪২ নারী নির্যাতন, ১৬৩ ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণের ঘটনা ৩৬টি চুয়াডাঙ্গায় মসজিদে শিশু ধর্ষণের দায়ে মুয়াজ্জিনের যাবজ্জীবন কারাদন্ড ঝিনাইদহ সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশী নিহত ট্রাম্প বিশ্বাস করেন/ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে সৌদি আরব ভারতের মোক্ষম অস্ত্র সিন্ধু চুক্তি/পাকিস্তানের ছটফটানি সেখানেই, যুদ্ধ প্রস্তুতির দাবি দু’দেশেরই কুষ্টিয়ার ১ জনসহ মন্ত্রণালয়ের কাছে ১৫ বিচারকের তথ্য চেয়ে দুদকের চিঠি একশ্রেণীর শিক্ষকদের সহায়তায় শিক্ষার্থীদের অসদুপায় অবলম্বন, এসএসসিতে সারা দেশে যা ঘটছে দক্ষিণ-পশ্চিম সীমান্ত দিয়ে রুপা পাচারের ঘটনা বৃদ্ধি, ৪ মাসে উদ্ধার ১০২ কেজি রোববার পর্যন্ত আবহওয়ার খবর/চুয়াডাঙ্গাসহ চার অঞ্চলে মৃদু তাপপ্রবাহ, ছড়াবে অন্য জেলাতেও সরকারের প্রচেষ্টায় ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধানের পথ শীঘ্রই উন্মুক্ত হবে : রিজওয়ানা হাসান

নেপালে ৩৩৬ টন আলু রপ্তানি/দুই মাসে বাংলাবন্ধ বন্দর দিয়ে রপ্তানি হয়েছে ৯৬৬ টন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে আরও ৩৩৬ টন আলু নেপালে রপ্তানি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে বন্দরটি দিয়ে ফ্রেস আলু ভর্তি ১৬টি ট্রাক নেপালে পাঠানো হয়। প্রতি ট্রাকে ২১ টন আলু ছিল।
এ নিয়ে এ বন্দর দিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে ১৩ ফেব্রæয়ারি পর্যন্ত তিন পর্যায়ে সর্বমোট ৪৬ ট্রাকে ৯৬৬ টন আলু বাংলাদেশ থেকে নেপালে রপ্তানি করা হয়েছে।
বাংলাবান্ধা স্থলবন্দরের সহকারী ব্যবস্থাপক মিথুন রায় শুক্রবার সকালে জানান, এর আগে ১৯ও ২০ জানুয়ারি মৌসুমের শুরুতে এ বন্দরের মাধ্যমে মোট ৮৪ টন আলু নেপালে পাঠানো হয়।
থিংকস টু সাপ্লাই ও লোড বাউন্ড লজিস্টিকসসহ কয়েকটি রপ্তানিকারক প্রতিষ্ঠান ফ্রেস আলু রপ্তানি করে।
বন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারিনটিন ইন্সপেক্টর উজ্জল হোসেন বলেন, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামী থেকে ফ্রেস আলুগুলো সংগ্রহ করে রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো।
তাসিন ট্রেড লিংকের প্রতিনিধি মমিনুর ইসলাম জানান, প্রতি টন আলু ১৫২ ডলার মূল্যে নেপালের কাকরভিট্টায় পাঠানো হয়েছে। নিয়মিত রপ্তানি কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আলু রপ্তানি কমেছে/
দেশে আলুর চাহিদা ও দাম বাড়ায় বিদেশে কমছে আলু রপ্তানি। দেশের বাজারে চাহিদা মতো দাম পেয়ে রপ্তানি থেকে দুরে থাকছেন ব্যবসায়ীরা।
গত ছয় মাসে বিদেশে রপ্তানি হয়েছে মাত্র ৩ হাজার ৩৪৪ টন। চলতি অর্থবছরে অন্য বছরগুলোর তুলনায় সর্বনিম্ন আলু রপ্তানি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
তথ্যানুযায়ী, বাংলাদেশের আলুরপ্তানি উৎপাদনের অনুপাতে মাত্র ০.০৩৮%। আলু উৎপাদনে বাংলাদেশের অব¯া’ন বিশ্বে ৭ম হলেও সর্বো”চ ১০টি রপ্তানিকারক দেশের মধ্যে বাংলাদেশের কোন ¯’ান নেই। বিগত ২০১৩-১৪ বর্ষে লক্ষাধিক টন আলুরপ্তানি হলেও ২০১৪-১৫ বর্ষ হতে আলু রপ্তানি ক্রমান্বয়ে কমতে থাকে। ২০১৭-১৮ অর্থবছরে আলু রপ্তানি হয় ২৯ হাজার ১৫৩ টন। ২০২০-২১ অর্থবছরে এসব দেশে আলু রপ্তানি করা হয় ৫১ হাজার ৪৪৫ মেট্রিক টন। ২০২২-২৩ অর্থ বছরে আলু রপ্তানি হয় ২৯ হাজার ৫৬০ মেট্রিক টন।
বাংলাদেশ থেকে আলু রপ্তানি হয়ে থাকে কয়েকটি দেশে। এর মধ্যে মালয়েশিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, আরব আমিরাত, মালদ্বীপ, সৌদি আরব, কাতার, বাহরাইন, ভিয়েতনাম ও ব্রুনাই অন্যতম।
দেশে এখন প্রায় ৫.০ লক্ষ হেক্টর জমিতে ১ কোটি ৩ লক্ষ মে. টন আলুউৎপাদিত হচ্ছে। দেশে আলুর অভ্যন্তরীণ চাহিদা ৭৫-৮০ লক্ষ মে. টন। অবশিষ্ট প্রায় ৩০-৩৫ লক্ষ মে. টন আলুউদ্বৃত্ত হিসেবে থেকে যায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net