January 1, 2026, 2:45 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চলতি বছরে মব সন্ত্রাসে নিহত ১৯৭ জন, মানবাধিকার পরিস্থিতি গভীর উদ্বেগজনক: আইন ও সালিশ কেন্দ্র রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন কুষ্টিয়ায় শ্বশুরবাড়ির উঠান থেকে জামাইয়ের মরদেহ উদ্ধার ভারতের শোকবার্তা পৌঁছাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় রাজশাহীতে ইন্তেকাল করেছেন বেগম খালেদা জিয়া, জিয়ার কবরের পাশেই দাফনের পরিকল্পনা কুষ্টিয়ার ৪টি আসনে ৩৩ প্রার্থীর মনোনয়ন দাখিল, কুষ্টিয়া–৪’এ বিএনপির দুই বিদ্রোহী এনসিপির সব কার্যক্রম থেকে নিজেকে নিষ্ক্রিয় ঘোষণা নুসরাত তাবাসসুমের সাতক্ষীরায় ভারত থেকে আমদানি ৮ হাজার ৬২২ টন, কমেনি মাষকলাই ডালের দাম ঘন কুয়াশায় সারাদেশে নৌযান চলাচল বন্ধ

ভাঙ্গায় উত্তেজনা/ সংসদীয় সীমানা পুনর্বিন্যাসে সহিংসতা, দক্ষিণবঙ্গের সঙ্গে ঢাকার যোগাযোগ বন্ধ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস ও পুলিশের দায়ের করা মামলার প্রতিবাদে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বিক্ষোভকারীরা ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা চালিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগসহ পুলিশের গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের ২১ জেলার সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ/
সাক্ষীদের বরাত দিয়ে জানা গেছে, দুপুরে বিক্ষোভকারীরা প্রথমে ভাঙ্গা উপজেলা পরিষদে হামলা চালায়। পরে থানাকে ঘেরাও করে ভাঙচুর ও একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেয়। ভাঙ্গা অফিসার্স ক্লাবেও আগুন দেওয়া হয়। পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাচন কমিশন কার্যালয়ে ভাঙচুর এবং সেখানে থাকা কয়েকটি গাড়ি ও অন্তত আটটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।
পুলিশের সঙ্গে সংঘর্ষ
উত্তেজনা নিয়ন্ত্রণে পুলিশ চেষ্টা চালালে বিক্ষোভকারীরা তাদের ধাওয়া করে। বাধ্য হয়ে পুলিশের একটি দল পাশের মডেল মসজিদে আশ্রয় নেয়। স্থানীয়রা জানিয়েছেন, এ সময় আন্দোলনকারীরা এপিবিএন সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।
প্রশাসনের অবস্থান/
হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ রোকিবুজ্জামান গণমাধ্যমকে জানান, বিক্ষোভকারীরা থানাকে ঘেরাও করে এবং একটি গাড়িতে আগুনসহ একাধিক গাড়ি ভাঙচুর করে। এছাড়া ইউএনও ও নির্বাচন কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, “আমরা নিরাপদ স্থানে আছি। কোনো কর্মকর্তার ওপর হামলা হয়নি। তবে ইউএনও কার্যালয় ও নির্বাচন কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।”
সড়ক অবরোধ ও যোগাযোগ বিচ্ছিন্ন/
সোমবার সকাল থেকে আন্দোলনকারীরা মহাসড়কের পাশে অবস্থান নেন। বেলা ১১টার দিকে তারা ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কের দুটি স্থানে অবরোধ শুরু করেন। ফলে রাজধানীর সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়।
মামলার পটভূমি ও গ্রেপ্তার/
এর আগে শনিবার রাতে ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান বাদী হয়ে ৯০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এছাড়া অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়। মামলায় আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সর্বদলীয় সংগ্রাম পরিষদের প্রধান সমন্বয়ক ম. ম. সিদ্দিক মিয়াকে প্রধান আসামি করা হয়েছে। পরে তাকে নগরকান্দা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
পরিস্থিতি উত্তপ্ত/
রবিবার থেকে শুরু হওয়া এ সহিংসতায় ভাঙ্গার গোলচত্বর ও আশপাশের এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net