October 8, 2025, 6:59 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পাবনায় জুলাই ছাত্র আন্দোলনে হত্যা মামলায় ১৩৬ জনের বিরুদ্ধে চার্জশিট পদ্মা নদীতে নৌ-চ্যানেলে খাজনা আদায়কে কেন্দ্র করে গোলাগুলি, দুজন গুলিবিদ্ধ বিসিবি গঠন/সভাপতি বুলবুল, অন্যান্য পদে যারা এলেন কুষ্টিয়ায় মানবতাবিরোধী অপরাধ মামলায় হানিফসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ভারত থেকে আমদানি শুরুর কয়েক ঘন্টায় কাঁচা মরিচের দাম কমল ১৩০ টাকা সেপ্টেম্বরে প্রবাসী আয়ে নতুন রেকর্ড/দেশে এসেছে ২৬৮ কোটি ডলার রেমিট্যান্স পূজা কারনে ভারত থেকে আমদানি বন্ধ, দেশে কাঁচামরিচের দাম আকাশছোঁয়া প্রশাসনে এক বছরে পদোন্নতি ১৮১৭ : পদের চেয়ে কর্মকর্তা বেশি সহস্রাধিক কুষ্টিয়া/দুপুরে নিখোঁজ, রাতে বাড়ির পাশের ডোবায় স্কুলছাত্রীর মরদেহ দলীয় কর্মকাণ্ডে অনিয়ম/কুষ্টিয়া জেলা কমিটি থেকে এনসিপির দুই নেতার পদত্যাগ

প্রশাসনে এক বছরে পদোন্নতি ১৮১৭ : পদের চেয়ে কর্মকর্তা বেশি সহস্রাধিক

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বাংলাদেশের প্রশাসনে পদের তুলনায় কর্মকর্তার সংখ্যা বেড়েছে দ্বিগুণ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে অতিরিক্ত সচিব, যুগ্মসচিব ও উপসচিব মিলে নিয়মিত ও প্রেষণসহ মোট পদ রয়েছে ১ হাজার ৮৩৯টি। অথচ এসব পদে রয়েছেন ২ হাজার ৯৬৬ জন কর্মকর্তা—পদের চেয়ে বেশি সহস্রাধিক।
এক বছরে পদোন্নতি পেয়েছেন ১,৮১৭ কর্মকর্তা/
অন্তর্র্বতী সরকারের গত এক বছরের বেশি সময়ে প্রশাসনে পদোন্নতি পেয়েছেন ১ হাজার ৮১৭ কর্মকর্তা। এর মধ্যে সিনিয়র সহকারী সচিব থেকে সিনিয়র সচিব পর্যন্ত নিয়মিত পদোন্নতি পেয়েছেন ৭৮৫ জন। আওয়ামী লীগ আমলে বঞ্চিত বিএনপি-জামায়াতঘনিষ্ঠ হিসেবে চিহ্নিত ৭৬৪ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়েছে। গত ২৮ আগস্ট একসঙ্গে ২৬৮ জনকে উপসচিব পদে উন্নীত করা হয়। তবে এ পদোন্নতিতে বাস্তব সমস্যাও তৈরি হয়েছে। অধিকাংশ কর্মকর্তা বাড়তি পদ না থাকায় আগের দায়িত্বেই বহাল আছেন। বেতন-ভাতা ও মর্যাদা বাড়লেও কাজের পরিধিতে তেমন পরিবর্তন হয়নি।
দীর্ঘ বঞ্চনার ক্ষোভ/
৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বঞ্চিত কর্মকর্তারা নতুন করে সক্রিয় হয়ে ওঠেন। পরদিন সচিবালয়ে বৈঠক করে তারা জ্যেষ্ঠতাভিত্তিক ও ভূতাপেক্ষ পদোন্নতির দাবি জানান। এরপর ব্যাচভিত্তিক তালিকা জমা দেন সচিবালয়ে। ফলস্বরূপ অবসরপ্রাপ্ত ৭৬৪ জন কর্মকর্তাকেও পদোন্নতির সুবিধা দেওয়া হয়। সম্প্রতি অন্য ক্যাডারের আরও ৭৮ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ করেছে পর্যালোচনা কমিটি।
বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ—আওয়ামী লীগ আমলে রাজনৈতিক কারণে শত শত কর্মকর্তাকে পদোন্নতি থেকে বঞ্চিত করা হয়েছিল। অনেকে বছরের পর বছর ওএসডি ছিলেন বা গুরুত্বহীন পদে ছিলেন। বাধ্যতামূলক অবসরের ঘটনাও ঘটেছে।
সচিব শূন্য, পদোন্নতি কার্যক্রম স্থগিত/
বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সচিব নেই। অতিরিক্ত সচিব ড. আবু শাহীন মো. আসাদুজ্জামান ভারপ্রাপ্ত দায়িত্বে রয়েছেন। ২১ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানকে সরিয়ে পরিকল্পনা কমিশনে বদলি করা হয়েছে। নতুন সচিব নিয়োগ না হওয়ায় পদোন্নতি কার্যক্রমও আপাতত স্থগিত আছে।
সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) সচিবালয়ের সর্বোচ্চ পদোন্নতি-সিদ্ধান্ত গ্রহণকারী ফোরাম। সচিব না থাকায় এসএসবি বসতে পারছে না, ফলে পদোন্নতি প্রক্রিয়াও আটকে আছে।
কর্মকর্তার সংখ্যা বনাম পদসংখ্যা/
অতিরিক্ত সচিব : পদ ৩৩৭, কর্মকর্তা ৩৪৩
যুগ্মসচিব : পদ ৫০২, কর্মকর্তা ১,০২৭
উপসচিব : পদ ১,০০০, কর্মকর্তা ১,৫৯৬
সহকারী সচিব : ১,৫৩৩ (নির্দিষ্ট পদসংখ্যা নেই)
সিনিয়র সহকারী সচিব : ১,৮৭৩
ফলে নিয়মিত দায়িত্ব পালনের চেয়ে ‘অতিরিক্ত কর্মকর্তা’ থাকার প্রবণতা দিন দিন প্রকট হচ্ছে।
জোরপূর্বক অবসর ও ওএসডি/
গত এক বছরে অন্তত ৯ জন সচিব ও ১৯ জন অতিরিক্ত সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। ৮৭ জনকে করা হয়েছে ওএসডি। তাদের মধ্যে অনেকে দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ আছে।
বৈষম্যের অভিযোগ/
অন্য ক্যাডারের কর্মকর্তারা প্রশাসন ক্যাডারের তুলনায় বঞ্চিত বোধ করছেন। অভিযোগ, প্রশাসন, পুলিশ ও পররাষ্ট্র ক্যাডারে দ্রুত পদোন্নতি হয়, কিন্তু শিক্ষা, স্বাস্থ্য বা রাজস্ব ক্যাডারে বছরের পর বছর অপেক্ষায় থাকতে হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net