December 22, 2025, 5:45 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা, টানা দুই দিন সূর্যের দেখা নেই ভোমরা স্থলবন্দরে আমদানি কমের মধ্যেও রপ্তানি ও রাজস্ব বৃদ্ধি লাখো মানুষের শ্রদ্ধায় শেষ বিদায়/ চিরনিদ্রায় শহীদ ওসমান হাদি কুষ্টিয়া নির্বাচন অফিসে অগ্নিকাণ্ড, তদন্তে প্রশাসন শোকবার্তায় জামায়াত /আওয়ামী লীগের প্রতিবিপ্লবের অপচেষ্টা রুখে দেওয়ার কারিগর ছিলেন হাদি’ মব সন্ত্রাসে জাতি বিভক্ত, দায় সরকারের: মির্জা ফখরুল সহিংসতার বিরুদ্ধে দৃঢ়ভাবে সতর্ক থাকার আহ্বান সরকারের জুলাই–অক্টোবরে বাণিজ্য ঘাটতি ৭.৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে অন-ডিউটি চিকিৎসকের মোবাইল গেম খেলা/ দুদকের অভিযানে মিলল সত্যতা, আরও অভিযোগ আজ মহান বিজয় দিবস/বাংলাদেশের মুক্তিযুদ্ধ: ঐতিহাসিক প্রেক্ষাপট, সংগ্রাম ও বিজয়ের গৌরবগাথা

জুলাই–অক্টোবরে বাণিজ্য ঘাটতি ৭.৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ বিভিন্ন খাতে আমদানি বাড়ায় চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই–অক্টোবর) দেশের বাণিজ্য ঘাটতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের ব্যালান্স অব পেমেন্টসের (বিওপি) সর্বশেষ তথ্য অনুযায়ী, এই সময়ে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৭.৫ বিলিয়ন ডলার, যা মাত্র এক মাসে প্রায় ২ বিলিয়ন ডলার বেড়েছে। সেপ্টেম্বর পর্যন্ত এ ঘাটতির পরিমাণ ছিল ৫.৭ বিলিয়ন ডলার।
ব্যালান্স অব পেমেন্টসের গুরুত্বপূর্ণ সূচক বাণিজ্য ভারসাম্যে মূলত আমদানি ও রপ্তানির ব্যবধান প্রতিফলিত হয়। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, জুলাই–অক্টোবর সময়ে দেশের মোট আমদানি হয়েছে ২২.১১ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৫.৫ শতাংশ বেশি। বিপরীতে এ সময়ে রপ্তানির পরিমাণ ছিল ১৪.৫ বিলিয়ন ডলার। এই বড় ব্যবধানই বাণিজ্য ঘাটতিকে আরও প্রসারিত করেছে।
গত এক বছরের অধিকাংশ সময় মাসিক আমদানি ৫ বিলিয়ন ডলারের নিচে সীমিত থাকলেও, অক্টোবর মাসে তা বেড়ে প্রায় ৫.৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এ সময়ে পেট্রোলিয়াম ও সারের আমদানি বাড়ার পাশাপাশি রমজানকে সামনে রেখে খাদ্যপণ্য আমদানিও বৃদ্ধি পেয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, রমজানে চাহিদা বেশি থাকে এমন পণ্য—সয়াবিন তেল, চিনি, মসুর ডাল, ছোলা, মটর ডাল ও খেজুর—আমদানির জন্য সেপ্টেম্বর ও অক্টোবরে ঋণপত্র (এলসি) খোলার হার বেড়েছে। পরিসংখ্যানে দেখা যায়, গত বছরের একই সময়ের তুলনায় সয়াবিন তেল আমদানি বেড়েছে ৩৬ শতাংশ, চিনি ১১ শতাংশ, মসুর ডাল ৮৭ শতাংশ, ছোলা ২৭ শতাংশ, মটর ডাল ২৯৪ শতাংশ এবং খেজুর ২৩১ শতাংশ। একই সঙ্গে জ্বালানি তেল ও সারের আমদানি বেড়েছে যথাক্রমে ৫০ শতাংশ ও ২৫ শতাংশ।
বাণিজ্য ঘাটতি বৃদ্ধির প্রভাব পড়েছে ব্যালান্স অব পেমেন্টসের চলতি হিসাবেও। জুলাই–অক্টোবর সময়ে দেশের চলতি হিসাবে ঘাটতি দাঁড়িয়েছে ৭৪৯ মিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৬৪০ মিলিয়ন ডলার। বিশ্লেষকদের মতে, রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রবৃদ্ধি থাকলেও বাড়তি আমদানি ব্যয়ের কারণে চলতি হিসাব এখনো ঋণাত্মক রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যে আরও দেখা যায়, এই চার মাসে প্রবাসী আয় বেড়ে দাঁড়িয়েছে ১০.১ বিলিয়ন ডলার, যেখানে গত বছরের একই সময়ে তা ছিল ৮.৯ বিলিয়ন ডলার। তবে রেমিট্যান্স এক বিলিয়ন ডলারের বেশি বাড়লেও বাণিজ্য ঘাটতি বৃদ্ধির কারণে চলতি হিসাব ঘাটতিতে রয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net