August 20, 2025, 9:31 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
২০২৬ সালে তা নবায়ন হওয়ার কথা/গঙ্গা চুক্তিতে থাকতে চায় তৃণমূল, নেপথ্যে কি? আমদানি শুরুর পর দাম বাড়েনি পেঁয়াজের বেসরকারি পর্যায়ে ১০ লাখ টন ডাল ও চিনি আমদানি অনুমোদন কুষ্টিয়ায় কারাগারে হাজতির মৃত্যু কুষ্টিয়ায় পদ্মা ও গড়াইয়ে পানি কমলেও দৌলতপুরে অর্ধলক্ষ মানুষ পানিবন্দি কুষ্টিয়া শাহিন ক্যাডেট স্কুল/ ছাত্রীর আপত্তিকর ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে শিক্ষক গ্রেপ্তার কুষ্টিয়ায় বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল রেসিং খেলতে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই কিশোরের মৃত্যু ঝিনাইদহে সীমান্ত অতিক্রমের অভিযোগে ১৭ জন আটক রাজশাহীতে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু র‌্যাব-পুলিশের যৌথ অভিযানে কুষ্টিয়ায় স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

দুই বাংলাদেশি গবেষক পেলেন মাইক্রোসফট রিসার্চ ডেসার্টেশন গ্রান্ট

দৈনিক কুষ্টিয়া ডেস্ক/

দুই বাংলাদেশি গবেষক পেলেন মাইক্রোসফট রিসার্চ ডেসার্টেশন গ্রান্ট চলতি বছরের মাইক্রোসফট রিসার্চ ডেসার্টেশন গ্রান্ট পেয়েছেন। এরা হলেন হলেন আনা ফারিহা এবং ফারাহ দীবা। এদের মধ্যে আনা ফারিহা কুষ্টিয়া ইসলামী বিশ^বিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. মামুন ও বিশ^বিদ্যালয়ের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. হোসনে আরা আখতারের কন্যা।
মাইক্রোসফট প্রতিবছর উত্তর আমেরিকায় কম্পিউটার সায়েন্সে পিএইচডিরত শিক্ষার্থীদের মাঝে সমাজের সব অংশের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এই পুরস্কার দিয়ে থাকে।
এবার উত্তর আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এবার ২৩০ জন শিক্ষার্থী আবেদন করেন। তাদের মধ্য তেকে দশ জকে তাদের গবেষণা প্রকল্পের জন্য মনোনিত করা হয় ও বিজয়ী ঘোষণা করা হয়। তাদের পুরস্কারের মুল্যমান ২৫ হাজার ডলার।
আনা ফারিহার গবেষণা প্রকল্প (Enhancing Usability and Explainability of Data Systems) এর মূল উদ্দ্যেশ হচ্ছে এক্সপার্ট এবং নন-এক্সপার্ট ব্যবহারকারীদের মধ্যে কম্পিউটার ডেটা সিস্টেম ব্যবহারের ফারাক কমিয়ে আনা। এই লক্ষ্যে তিনি নন-এক্সপার্ট ব্যবহারকারীদের সহজেই কম্পিউটার প্রোগ্রামিং টুল সমূহ ব্যবহারের ব্যবস্থা গড়ে তুলে ডেটা সিস্টেমে নন-এক্সপার্ট ব্যবহারকারীদের অংশগ্রহণ বৃদ্ধির উপর জোর দেন।
আনা ফারিহা বর্তমানে ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটস, অ্যামার্স্টে কম্পিউটার সায়েন্সে পিএইচডি গবেষণারত আছেন।
ফারাহ দীবার (Placenta : Towards an Objective Pregnancy Screening System) গবেষণা প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে মাতৃস্বাস্থ্যের উন্নয়ন সাধন করা।
এই লক্ষ্যে তিনি কোয়ান্টিটিভ আল্ট্রাসাউন্ড (ছটঝ) ব্যবহার করে একটি স্ক্রিনিং পদ্ধতি চালু করার প্রস্তাব করেন যা গর্ভাবস্থায় প্রাথমিকভাবে সেন্টায় কোন প্রকার অস্বাভাবিকতা চিহ্নিত করে এই ব্যাপারে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেবার সুযোগ করে দিবে। তিনি ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়ায় বর্তমানে পিএইচডি গবেষণারত আছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net