February 5, 2025, 1:50 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
সাংবাদিক মুন্সী তরিকুল ইসলামের মা মুন্সী রাশিদা বেগম (৬৭) মঙ্গলবার বিকেলে মারা গেছেন। তিনি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মরহুম মুন্সী নুরুল ইসলামের স্ত্রী। সাংবাদিক মুন্সী তরিকুল ইসলাম মায়ের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। বুধবার বেলা ১১টায় কুষ্টিয়া আলিয়া প্রাঙ্গনে মরহুমার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। মুন্সী তরিকুল ইসলাম জানান, তার মা দীর্ঘদিন হৃদরোগ এবং লিভারের সমস্যা নিয়ে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ের বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। মঙ্গলবার বিকেলে বেশি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। রাশিদা বেগম পাঁচ কন্যা এবং এক পুত্রের জননী ছিলেন।
Leave a Reply