January 3, 2025, 1:42 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
শুধু দেয়া হবে না তা নয়, মাস্ক না পড়লে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কাউকে প্রবেশ করতে দেয়া হবে না। এমন নির্দেশনা দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয়/বিভাগের সিনিয়র সচিব/সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে চিঠি পাঠানো হয়েছে।
এতে বলা হয়, কোভিড-১৯ সংক্রমণের সম্ভাব্য সেকেন্ড ওয়েভ মোকাবিলায় মাস্ক পরিধান নিশ্চিত করা, চিকিৎসা কাজে নিয়োজিত ব্যক্তিবর্গ ছাড়া অন্য সকল ক্ষেত্রে পুনর্ব্যবহারযোগ্য কাপড়ের মাস্ক পরিধান করা, মাস্ক পরিধান বিষয়ে সংশ্লিষ্ট দফতর/সংস্থা/প্রতিষ্ঠান সামনে দৃশ্যমান স্থানে ‘মাস্ক ব্যবহার ব্যতীত প্রবেশ নিষেধ/নো মাস্ক নো এন্ট্রি’ অথবা ‘মাস্ক পরিধান করুন, সেবা নিন/ওয়্যার মাস্ক গেট সার্ভিস’ বিষয়ে ব্যানারে স্থাপন করতে হবে। কোভিড-১৯ প্রতিরোধে জারি করা পরিপত্রগুলোর নির্দেশনা বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
এছাড়া মাস্ক ছাড়া অফিস/আদালত/শপিংমল/বাজার/সামাজিক/রাষ্ট্রীয় অনুষ্ঠানে না যাওয়া এবং কোনো সাহায্য/সহযোগিতা/সার্ভিস না পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়।
এদিকে এ ধরনের নির্দেশনার পর কুষ্টিয়াতে জেলা প্রশাসনের উদ্যোগে শহরে ও উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলাসমুহে মাইুকং করা হয়েছে। কুষ্টিয়াতে জেলা তথ্য অফিসও প্রথক মাইকিং করে এ প্রচারনা চালিয়েছে।
দ্বিতীয় ফেজের করোনা আক্রমাণ থেকে মাস্ক বড় রকমের সহায়তা করতে পারে বলে গবেষণায় বলা হচ্ছে। বলা হচ্ছে মাস্ক প্রায় ১৫ শতাংশ করোনা তীব্রতা কমিয়ে দিকে পারে।
তুষ্টিয়া জেলা প্রশাসক ও জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি আসলাম হোসেন জানান সরকারী নির্দেশনা বাস্তবায়নে সকল পদক্ষেপ নেয়া হবে। তিনি জানান মোবাইল কোর্ট থাকবে। যারা নিয়ম মেনে চলবে না মোবাইল কোর্টে সেখানে বিচার হবে।
Leave a Reply