January 3, 2025, 2:58 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার খোকসা পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তারিকুল ইসলাম জয় পেয়েছে। তিনি দ্বিতীয় বারের মতো পৌরপিতার আসন অলংকৃত করলেন। তিনি ভোট পেয়েছেন নৌকা প্রতীকে ৯৩৭২ ভোট। তার প্রতিদ্বদ্বি ছিলেন বিএনপি মনোনিত প্রার্থী নাফিজ আহাম্মেদ খান। তিনি ধানের শীষ নিয়ে পেয়েছেন ১৫৮৩ ভোট।
বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফলে দেখা যায়
কেন্দ্র ১ নং নৌকা ১১১৬, ধানের শীষ ২৮, কেন্দ্র ২ নং নৌকা ১৩১৪, ধানের শীষ ৩৬, কেন্দ্র ৩ নং নৌকা ১২২১, ধানের শীষ ১৬৭, কেন্দ্র ৪ নং নৌকা ৯৪৪, ধানের শীষ ১৫৫, কেন্দ্র ৫ নং নৌকা ৭৯২, ধানের শীষ ২৫৭, কেন্দ্র ৬ নং নৌকা ৮৫৭, ধানের শীষ ৩৭৫, কেন্দ্র ৭ নং নৌকা ৮৭৩, ধানের শীষ ১৪৪, কেন্দ্র ৮ নং নৌকা ১২৬৯, ধানের শীষ ২১৪।
জেলায় প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট অনুষ্ঠিক খোকসা পৌরসভা নির্বাচনে। সারাদিনই উৎসবমুখর পরিবেশে ভোট দেন ভোটাররা।
এছাড়া এ পৌরসভার কাউন্সিলর পদে ৩১ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পৌরসভার মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৯৪০ জন।
মোট ৯ টি ভোট কেন্দ্রের মধ্যে মধ্যে ৬টি কেন্দ্রকে স্পর্শকাতর ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। ৯টি কেন্দ্রেই ৯ জন ম্যাজিস্ট্রেট দায়িত্বে ছিলেন। আরো ৩ জন ছিলেন স্ট্রাইকিং হিসেবে।
উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন জানান কোন অপ্রীতিকর ঘটনার খবর নেই। ভোট শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।
আওয়ামী লীগের বিজয়ী প্রার্থী প্রভাষক তরিকুল ইসলাম বলেন ইভিএম মানেই শান্তিপুর্ণ ভোট সেটি শান্তিপূর্ণভাবেই হয়েছে। তিনি তার বিজয়কে উন্নয়নের ধারাবহিকতা হিসেবে দেখছেন। তিনি খোকসা পৌরবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন।
Leave a Reply