April 21, 2025, 8:23 am
দৈনিক কুষ্টিয়া অন লাইন ডেস্ক
আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, ত্রাণ চোরদেরকে চোর হিসেবেই দেখতে হবে, তাদের কোন দল নেই, তাদের কোন আশ্রয় নেই। তাই সে যেই হোক না কেন, ত্রাণ চুরির সাথে জড়িতদের আইনের আওতায় এনে কঠোরভাবে সর্বো”চ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। আর দলীয় কোন নেতা-কর্মীর বিরুদ্ধে এমন অভিযোগ প্রমানীত হলে তাকে দল থেকে ¯’ায়ী বহিস্কার করা হবে।
বুধবার বিকেলে কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির জর“রী সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এটা বলেন।
এসময় হনিফ সতর্ক করে আরো বলেন, অনেক সময় নোংড়া রাজনীতির কারনে প্রতিপক্ষকে ঘায়েল করতে মিথ্যাচার করেও ত্রাণ আত্মসাৎ মূলক অভিযোগ দেওয়া হয়। এরকম কিছু হলেও যথাযথ তদন্ত করে ব্যবস্থা নেবে প্রশাসন।
কুষ্টিয়া জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি জেলা প্রশাসক আসলাম হোসেন এর সভাপতিত্বে জরুরী সভায় সিভিল সার্জন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধি ও জেলা আওয়ামীলীগের নেতারা উপস্থিত ছিলেন।
Leave a Reply