August 20, 2025, 11:59 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
২০২৬ সালে তা নবায়ন হওয়ার কথা/গঙ্গা চুক্তিতে থাকতে চায় তৃণমূল, নেপথ্যে কি? আমদানি শুরুর পর দাম বাড়েনি পেঁয়াজের বেসরকারি পর্যায়ে ১০ লাখ টন ডাল ও চিনি আমদানি অনুমোদন কুষ্টিয়ায় কারাগারে হাজতির মৃত্যু কুষ্টিয়ায় পদ্মা ও গড়াইয়ে পানি কমলেও দৌলতপুরে অর্ধলক্ষ মানুষ পানিবন্দি কুষ্টিয়া শাহিন ক্যাডেট স্কুল/ ছাত্রীর আপত্তিকর ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে শিক্ষক গ্রেপ্তার কুষ্টিয়ায় বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল রেসিং খেলতে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই কিশোরের মৃত্যু ঝিনাইদহে সীমান্ত অতিক্রমের অভিযোগে ১৭ জন আটক রাজশাহীতে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু র‌্যাব-পুলিশের যৌথ অভিযানে কুষ্টিয়ায় স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

এবছর ঈদের জামাত না হওয়ার অনিশ্চয়তায় প্রধানমন্ত্রী

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদন//*/

এবছর করোনাভাইরাসের কারণে ঈদুল ফিতরের জামাত না হওয়ার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার জেলা প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়কালে তিনি এমন ইঙ্গিত দেন।

২০ এপ্রিল সোমবার ভিডিও কনফারেন্সে কিশোরগঞ্জের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী সেখানকার পেশ ইমামের কথা শোনার ইচ্ছা পোষণ করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, এখানকার শোলাকিয়ায় ঈদের সবচেয়ে বড় জামাত হয়। এবার তো আমরা জামাত করতে পারবো না। এবার ঈদের নামাজ তাও তো আমরা করতে পারবোনা। সেজন্য উনার কাছ থেকে একটু শুনি।

এর আগে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী রমজানে তারাবির নামাজ ঘরে বসে পড়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। ইসলামিক ফাউন্ডেশন এক নির্দেশনা এদেশের সকল মসজিদে ওয়াক্ত নামাজ সর্বোচ্চ ৬ জন এবং জুমার নামাজ ১১ জন উপস্থিত থাকতে বলেছে।

পরে প্রধানমন্ত্রী ঘরে বসে নামাজ পড়তে ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনার কথা উল্লেখ করে বলেন, আমরা নামাজ পড়ি কে কখন সংক্রমণ হবে তার কোন ঠিক নেই সেজন্য আমরা বলেছি, ইসলামিক ফাউন্ডেশন থেকে নির্দেশনা গেছে ঘরে বসে নামাজ পড়বে। আল্লাহ নিশ্চয়ই ডাক শুনবে। সকলের কাছে আহ্বান জানাব প্রত্যেকে ঘরে বসে নামাজ পড়েন, দোয়া করেন সবাই যেন এই করোনা ভাইরাসের হাত থেকে বাংলাদেশের মানুষ বাঁচতে পারে। এটাই আমাদের একমাত্র চাওয়া।

সুযোগ পেয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন পুরাতন কোর্ট জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মাহফুজুর রহমান। তিনি প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন। প্রধানমন্ত্রীকে বিশ্ব নেতা আখ্যায়িত করে বলেন, ‘ইসলামের তৃতীয় খলিফা হযরত ওমর (র) মানুষের দুঃখ কষ্ট লাঘব করা এবং মানুষের উন্নয়নের জন্য রাত দিন চিন্তা করতেন। সেরকম আপনি অক্লান্ত পরিশ্রম করছেন। রাত দিন আপনার চিন্তা হলো কীভাবে বাংলা মানুষকে সুখী বানানো যায়। শান্তিময় বাংলা বানানো যায়।’

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনি যে চিন্তা ও গবেষণা করেন, তা বাস্তবায়ন করার চেষ্টা করেন। অন্যান্য দেশে রাষ্ট্রনায়করা যেখানে নিয়ন্ত্রণ করতে পারছে না, সেখানে বাংলাদেশ থেকে আপনি সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করেছেন। চুরি ডাকাতি ছিনতাই খুন রাহাজানি অনেকটা কমে গেছে। বাংলাদেশকে আপনি সুখী সমৃদ্ধ ও উন্নয়নের রোল মডেলে নিয়ে গেছেন। আপনি সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে।’

আগামী শুক্রবার রোজার চাঁদ ওঠার সম্ভাবনার কথা জানিয়ে তিনি বলেন, ‘রমজানের চাঁদ উঠার পরে আপনার যে নির্দেশনা থাকবে সেই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব।’

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net