September 12, 2025, 3:41 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার হরিনারায়ণপুর থেকে ৫ বছর বয়সী শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় বাড়ি থেকে ১৫০ মিটার দূরে পূরাতন ভূমি অফিস থেকে তার মরদেহ উদ্ধার করে। কীভাবে এ শিশুর মৃত্যূ হলো তা এখনো জানা যায়নি।
মৃত মেয়ে শিশুর নাম মোছা: সানজিদা (৫)। তার পিতার নাম মো. সোহাগ। বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার হরিনারয়ণপুর ইউনিয়নের পূর্ব-আব্দালপুরে। সোহাগের স্থানীয় হরিনারায়ণপুর বাজারে ভিডিও ক্যামেরা ভাড়া দেয়ার ব্যবসা আছে।
পরিবার সূত্র বলছে, রবিবার সাড়ে ৪টার দিকে সানজিদাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় তার লাশ পাওয়া যায় বাড়ি থেকে ১৫০ মিটার দূরে কাচারি মাঠের কাছে পূরাতন ভুমি অফিসের শৌচাগারের প্যানের পাশে।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, মরদেহে কোথাও কোন আঘাতের চিহ্ন নেই। তবে মুখ দিয়ে লালা বের হচ্ছিল, বিষক্রিয়ায় মৃত্যু হলে যেমন হয়। মরদেহ উদ্বার করে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় রাখা হয়েছে। সোমবার ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হবে।
পুলিশ বলছে, এখন পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায়নি। তদন্ত চলছে, দ্রুতই কারণ উদঘাটন হবে। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, কিছু তথ্য তারা পেয়েছেন কিন্তু তদন্তের স্বার্থে তা প্রকাশ করা হচ্ছে না।
পরিবারের লোকজন বলছেন প্রতিদিন ৪টার দিকে শিশুটি প্রাইভেট পড়তে যেত।