April 25, 2025, 6:06 am
দৈনিক কুষ্টিয়া আন্তর্জাতিক ডেস্ক/
ইতোমধ্যে ২০১৮ সালের মতোই ডেমোক্রেটরা যুক্তরাষ্ট্র কংগ্রেসে একক আধিপত্য পেয়ে গেছে। কংগ্রেসের ৫৩৮ আসনের মধ্যে ২২৭টি আসন ডেমোক্রেটরা তাদের দখলে নিয়েছে বলে এনবিসি নিউজ জানিয়েছে। বর্তমানে কংগ্রেসে ডেমোক্রেটদের আসন সংখ্যা ২৩২।
এবারের নির্বাচনে কংগ্রেসে আসন সংখ্যা আরো বাড়ার প্রচুর সম্ভাবনা রয়েছে। ডেমোক্রেটদের অন্যতম নেতা ন্যান্সি পেলোসিকে হাউসের আগামী স্পিকার হিসেবে আবার পাচ্ছে আমেরিকা। সিনেটে এখনও ফলাফল মীমাংসিত নয়। তবে ডেমোক্রেট পার্টির সিনেটের নিয়ন্ত্রণ প্রশ্নে সংশয় এখনো কাটেনি। সুইং রাজ্যগুলোয় ডাকযোগের ভোট গণনার ফলে প্রেসিডেন্ট প্রার্থীর মতো সিনেটের কিছু গুরুত্বপূর্ণ আসনের ফলাফল আটকে আছে।
বর্তমানে সিনেটের ফলাফল- ডেমোক্রেট ৪৬ রিপাবলিকান ৪৭।
Leave a Reply