December 9, 2024, 9:37 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের খেজুরতলা গ্রামের জামাল উদ্দিনের বাড়ী থেকে রাতে ২টি গরু চুরি গেছে।
জামাল উদ্দিনের স্ত্রী রুশনা বেগম বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের গোয়ালের শিকল কেটে একটি বড় ষাঁড় ও একটি গাভী গরু চুরি করে নিয়ে গেছে চোরচক্র। শুক্রবার সকালে গোয়ালে গিয়ে ৪টি গরুর মধ্যে দু’টি খুঁজে না পেয়ে দিশেহারা হয়ে পড়েন তারা। গাভীর দেড় মাসের বাছুর এবং অন্য একটি গরু রেখে গেছে চোরদল। চুরি যাওয়া কালো রঙের গরু দু’টির আনুমানিক মূল্য দেড় লাখ টাকা।
রুশনা বেগম বলেন, সকালে পাটিকাবাড়ী ক্যাম্পের পুলিম এসে খোঁজ নিয়ে গেছে। ইবি থানাকে জানানোর কথাও জানান তিনি।
Leave a Reply