August 6, 2025, 3:19 pm
আন্তর্জাতিক ডেস্ক/
সূর্যের আলোর সুবিধাকে কাজে লাগানোর লক্ষ্যে আগামী ৬ নভেম্বর শনিবার দিনগত রাতে অর্থাৎ রোববার ভোরে যুক্তরাষ্ট্রে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হইয়েছে।
ডে লাইট সেভিংয়ের কথা মাথায় রেখে প্রতি বছর এ সময় ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়। এতে যুক্তরাষ্ট্রে দিন শুরু হয় এক ঘণ্টা আগে। আমেরিকার অধিকাংশ এলাকায় ৬ নভেম্বর (শনিবার দিনগত রাত) ঘড়ির কাঁটা পিছিয়ে নিতে হবে। শনিবার দিবাগত রাত ২টার সময় ঘড়ির কাঁটা ১টায় নিয়ে আসতে হবে। আইফোন বা অন্য কোনো ধরনের স্মার্ট ফোন, কম্পিউটারে সময় বদলে যাবে স্বয়ংক্রিয়ভাবে। এ ব্যবস্থা অব্যাহত থাকবে আগামী বছরের ২২ মার্চ রোববার রাত ২টা পর্যন্ত। নতুন এই সময়সূচি চালুর ফলে বাংলাদেশে যখন বেলা ১২টা বাজবে নিউইয়র্কে তখন হবে আগের দিন রাত ১টা।
Leave a Reply