November 7, 2025, 3:44 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পাখির খাদ্যের আড়ালে পাকিস্তান থেকে আমদানি করা হলো ২৪,৯৬০ কেজি পপি সিড দেশের উত্তর-পশ্চিমাঞ্চল দিয়ে শীতের আগমন, প্রথম শৈত্যপ্রবাহ আসবে ডিসেম্বরে নির্বাচন হলে দেশ ও আইনশৃঙ্খলা স্থিতিশীল হবে: সেনাবাহিনী অনার্স ও ডিগ্রি পাস কোর্স/ জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর শূন্য থাকে লক্ষাধিক আসন কুষ্টিয়ার ৪টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা গোয়ালন্দে শাটল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ নেতৃত্বে কুষ্টিয়ার সেতু/ “আমার ব্যাংক” নামে ডিজিটাল ব্যাংক পরিচালনার উদ্যোগ ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ২৬ টাকা আবারও জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত ডা. শফিকুর রহমান কুষ্টিয়া চেম্বারের বার্ষিক সাধারণ সভা ও অভিষেক অনুষ্ঠিত

ইবিতে ছাত্রী নির্যাতন/৫ অভিযুক্ত চুড়ান্তভাবে ১ বছরের জন্য বহিষ্কার, কার্যকর আজ থেকেই

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সংঘটিত ছাত্রী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ৫ ছাত্রীকে চুড়ান্তভাবে এক বছরের জন্য বিশ^বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (১৫ জুলাই) বিশ^বিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শেখ আব্দুস সালাম সভায় সভাপতিত্ব করেন।
এই সিদ্ধান্ত আগামী ১৯ জুলাই মহামান্য হাইকোর্টের নির্ধারিত বেঞ্চে উপস্থাপন করা হবে।
সভা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ সাংবাদিকদের ব্রিফিং করেন। তিনি জানান, নির্যাতনের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে বিশ^বিদ্যালয়ের জন্য নির্দ্দিষ্ট বিধি অনুসরন করা হয়েছে।
প্রক্টর বলেন, সভায় বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি এবং হাইকোর্টের কর্তৃক প্রেরিত প্রতিবেদনের আলোকে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস কোড অব কন্ডাক্ট-১৯৮৭ এর পার্ট-২ ধারা-৮ মোতাবেক অন্তরাসহ অভিযুক্ত পাচজনের প্রত্যেককে এক (১) বছরের জন্য ছাত্রত্ব বাতিল করা হয়েছে।
এই সিদ্ধান্ত আজ ১৫ জুলাই থেকেই কার্যকর হবে প্রক্টর জানান।
এসময় বিশ^বিদ্যালয়ের আইন প্রশাসক প্রফেসর ড. আনিচুর রহমান ও তথ্য ও জনসংযোগ বিভাগের পরিচালক ড. আমানুর রহমান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিশ^বিদ্যালয়ের দেশরতœ শেখ হাসিনা হলে গত ১১ ও ১২ই ফেব্রæয়ারি দুই দফায় ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রী ফুলপরীকে রাতভর র‌্যাগিং, শারীরিকভাবে নির্যাতন ও ভিডিও ধারণ করার অভিযোগ ওঠে। ফুলপরী ঐ হলের আবাসিক ছাত্রী ছি্েযলন না। এটা নিয়েই ঘটনার সূত্রপাত হয়।
নির্যাতরেন ঘটনায় ঐ হলের আবাসিক ছাত্রী সানজিদা চৌধুরী অন্তরা, তাবাসসুম ইসলাম, ইশরাত জাহান মীম, হালিমা আক্তার উর্মি ও মুয়াবিয়া জাহানসহ কয়েকজন জড়িত ছিলেন বলে অভিযোগ ভুক্তভোগীর। এদের মধ্যে অন্তরা বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগ সহ-সভাপতি।
ভুক্তভোগীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের ঘটনা প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে গত ১ মার্চ সানজিদা চৌধুরি অন্তরাসহ পাঁচ অভিযুক্তকে ক্যাম্পাস থেকে সাময়িক বহিষ্কার, হল প্রভোস্টকে প্রত্যাহার, ভুক্তভোগী ফুলপরীর সার্বিক নিরাপত্তা ও তার পছন্দের হলে উঠানোর নির্দেশ দেন হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশে সেদিনই হল প্রভোস্টকে প্রত্যাহার করে প্রশাসন।
এছাড়া গত ৪ মার্চ পাঁচ অভিযুক্তকে সাময়িক বহিষ্কার করে সাত কার্যদিবসের মধ্যে কেন তাদের স্থায়ী বহিষ্কার করা হবে না এ মর্মে কারণ দর্শানোর নোটিশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে তাদেরকে হল ও ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net