April 6, 2025, 2:40 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার ‘কুমারখালীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলির স্মারক ফলকে স্থাপিত রবীন্দ্রনাথের মুখাবয়বে দূবৃত্তদের লেপনকৃত কালি মুছে দিয়েছে প্রশাসন। ঘটনায় জড়িত এমন কাউকে এখনও চিন্থিত করা যায়নি।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, কালি মুছে ফলকটি পরিচ্ছন্ন করে আগের মতো করে দেয়া হয়েছে। ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ তৎপরতা চালাচ্ছে। ইতোমধ্যে সোর্স নিয়োগ করা হয়েছে।
বিষয়টি বিব্রতকর ও অনাকাঙ্খিত অভিহিত করে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম বলেন, অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
তিনি জানান, শুক্রবার দুপুরে লেপনকরা কালি মুছে দিয়েছে উপজেলা প্রশাসন।
প্রশাসন সূত্রে জানা যায়, কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে কুমারখালী উপজেলা সীমানা শুরুর স্থান সদকী ইউনিয়নের হিজলাকর এলাকায় ২০১৫ সালের দিকে রবীন্দ্রনাথ ঠাকুরের গাীতাঞ্জলীর শতবর্ষে ঐ ম্যুরাল স্থাপন করে উপজেলা পরিষদ। এই কুমারখালী উপজেলাতেই রয়েছে বিশ^কবির প্রখ্যাত কুঠিবাড়ি। এই বাড়িতে বসেই কবি গীতাঞ্জলী কাব্যের বৃহৎ অংশ লিখেন।
পুলিশ অনুমান করছে, স্মারক ফলকটি অপেক্ষাকৃত নির্জন একটি জায়গায়। ঈদের ছুটির কারনে রাস্তায় মানুষ চলাচল কম থাকায় দুবৃত্তরা ই্ সেুযোগ নিয়ে থাকতে পারে। দুই তিনদিনের মধ্যে এই কালি লেপনের ঘটনা ঘটেছে বলে মনে করছে স্থানীয় পুলিশ।
কালি লেপনের বিষয়টি দৃষ্টিতে আসে বৃহস্পতিবার বিকেলের দিকে। বিষয়টি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টিতে বিরুপ প্রতিক্রিয়া জানানো হতে থাকে। বিষয়টি ছড়িয়ে যায় ওপাড় বাংলাতেও। সেখানেও কবি-সাহিত্যিক ও রবীন্দ্র ভক্তরা বিষয়টির সমালোচনা করে।
কুষ্টিয়ার সংস্কৃতি কর্মী জীবক’র প্রধান নিবার্হী আসলাম হোসেন বলেন, বিষয়টি দেশকে বর্হিবিশে^ও ছোট করে দেয়ার মতো।
তিনি বলেন, দিন দিন এমন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে যে মনে হচ্ছে আমরা রবীন্দ্রনাথের ছবি সম্বলিত একটি স্মারকের ধারনক্ষমতা আমরা হারিয়ে ফেলতে বসেছি।
Leave a Reply