July 29, 2025, 12:12 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার কুমারখালীতে মরা কালীগঙ্গা নদীতে পাট জাগ দিতে গিয়ে এক হৃদয়বিদারক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাবা ও ছেলে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে উপজেলার চাঁদপুর ইউনিয়নের জঙ্গলী প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—জাহিদুল ইসলাম (৪৫) ও তার নয় বছর বয়সী ছেলে জিহাদ। জাহিদুল চাঁদপুর ইউনিয়নের রফি মণ্ডলের ছেলে এবং পেশায় একজন সরকারি কর্মচারী ছিলেন। তিনি কুষ্টিয়া পল্লী ও দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের কার্যালয়ে কর্মরত ছিলেন। তার ছেলে জিহাদ স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন জানান, পেশার পাশাপাশি কৃষিকাজেও যুক্ত ছিলেন জাহিদুল। দুপুরে তিনি ছেলেকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের মরা কালীগঙ্গা নদীতে পাট জাগাতে যান। কাজ শেষে জিহাদকে কাঁধে নিয়ে নদীর মাঝখান থেকে তীরে ফিরছিলেন তিনি। সে সময় হঠাৎ পানিতে পা পিছলে জাহিদুল ডুবে যান। বাবাকে বাঁচাতে গিয়ে ছোট্ট জিহাদও পানিতে তলিয়ে যায়।
ঘটনাটি দেখতে পান নদীর তীরে থাকা স্থানীয় বাসিন্দা ফয়জুল হক (৬৫)। তিনি তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজনকে খবর দিলে গ্রামবাসী প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর প্রথমে জিহাদ এবং পরে জাহিদুলের মরদেহ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী ফয়জুল হক বলেন, “জাহিদুল ছেলেকে কাঁধে নিয়ে তীরে ফিরছিলেন। হঠাৎ দেখলাম তিনি ডুবে যাচ্ছেন। ছেলেটাও সঙ্গে সঙ্গে পড়ে যায়। আমি চিৎকার করে সবাইকে খবর দিই।”
চাঁদপুর ইউপি চেয়ারম্যান রাশিদুল ইসলাম তুষার বলেন, “একই পরিবারের দুই সদস্যের এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”
কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্দ্র প্রসাদ বিশ্বাস জানান, “আমরা খবর পেয়ে দ্রুত রওনা দেই, কিন্তু স্থানীয়রা আমাদের আগেই লাশ দুটি উদ্ধার করে।”
Leave a Reply