November 28, 2025, 7:23 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পৌনে ১২ লাখ টনে নেমেছে সরকারি চালের মজুদ, ৩ লাখ টন চাল আমদানির উদ্যোগ পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির মামলা/হাসিনা পরিবারের তিন সদস্যের কারাদণ্ড কুষ্টিয়ায় গলাকাটা, মুখ পুড়ানো অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার কুষ্টিয়ায় আসছেন জাসিম উদ্দিন, লটারির পর একযোগে ৬৪ এসপিকে বদলি শীর্ষ ব্রিটিশ আইনজীবীদের টিউলিপ সিদ্দিক মামলার সমালোচনা বন্দর-এলডিসি নিয়ে সিদ্ধান্ত অন্তর্র্বতী সরকার নিতে পারে না: তারেক রহমান ভারত থেকে চাল কিনবে সরকার, সরবরাহকারী সিঙ্গাপুরের প্রতিষ্ঠান চার মাসে রাজস্ব আদায়ে ঘাটতি ১৭ হাজার কোটি টাকা রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়াল এনবিআর কুষ্টিয়ার ভেড়ামারায় প্রকাশ্যে গুলি করে একজনকে হত্যা, আহত ১

আমদানি শুরুর পর দাম বাড়েনি পেঁয়াজের

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে দেশের বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।
ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে দেশের বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। গত দুই দিনের ব্যবধানে প্রতি কেজিতে সর্বোচ্চ ১০ টাকা পর্যন্ত কমেছে দাম। ব্যবসায়ীদের মতে, পেঁয়াজের সরবরাহ ঠিক থাকলে দাম আরো কমতে পারে।
রবিবার (১৭ আগস্ট) ভারত থেকে তিনটি স্থলবন্দর দিয়ে পেঁয়াজবোঝাই ট্রাক ঢুকেছে।
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পাঁচটি ট্রাকে ১৪৯ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ বাংলাদেশে ঢুকেছে বলে স্থানীয় আমদানিকারকেরা জানিয়েছেন। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়েও ভারত থেকে পেঁয়াজ আমদাানি শুরু হয়েছে। রবিবার বিকেলে আমদানিকারক প্রতিষ্ঠান রেবতী কুমার বিশ্বাসের অয়ন ট্রেডার্স দুই ট্রাক ভর্তি ৫০ টন পেঁয়াজ আমদানি করে। এ ছাড়া পেঁয়াজভর্তি ১৪টি ট্রাক ভারতের ঘোজাডাঙা বন্দরে অপেক্ষায় রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে এসেছে ৭৭৯ টন পেঁয়াজ। রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ২৭টি ট্রাকে এসব পেঁয়াজ আনা হয়। এর আগে গত বৃহস্পতিবার চারটি ট্রাকে ১০০ টন পেঁয়াজ সোনামসজিদ স্থলবন্দরে আনা হয়।
আমদানিকারকরা বলছেন, দেশের বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে সরকার আমদানির অনুমতি দিয়েছে। আমদানির গতি অব্যাহত থাকলে পেঁয়াজের দাম কমে আসবে এবং বাজারে স্থিতিশীলতা ফিরে আসবে।
এক ক্রেতা বলেন, ‘দিন দিন সব কিছুর দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। এর মধ্যে হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় আমরা বিপাকে পড়ে যাই। এতে ক্রয় করতে সমস্যা হচ্ছিল। দুই দিন আগে পেঁয়াজ কেজিতে ৭৫ টাকা করে কিনলেও আজ ৬৫ টাকায় কিনেছি। পেঁয়াজের দাম আরো কমলে আমাদের সাধারণ ক্রেতাদের জন্য ভালো হবে।’
পেঁয়াজ বিক্রেতা আবু তাহের বলেন, ‘ভারত থেকে আমদানি খবরে বাজারে দেশি পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। দুই দিন আগে পাইকারিতে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৭৫-৮০ টাকা দরে। আজ তা কমে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫ টাকা দরে। কমেছে কেজিতে ১০-১৫ টাকা। আমরা কম দামে কিনলে কমে বিক্রি করব।’ ভারত থেকে পেঁয়াজ প্রচুর আমদানি হলে দাম আরো কমবে বলে মনে করছেন বিক্রেতারা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net