October 19, 2025, 7:02 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
সরকার ঘোষিত মাত্র ৫ শতাংশ বাড়ি ভাতা প্রত্যাখ্যান করেছেন সরকারি এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা। তারা ঘোষণা দিয়েছেন—২০ শতাংশ বাড়ি ভাতা না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
রোববার (১৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, এমপিওভুক্ত শিক্ষকদের জন্য মূল বেতনের ৫ শতাংশ বা ন্যূনতম ২,০০০ টাকা হারে বাড়ি ভাতা দেওয়া হবে। তবে এ সিদ্ধান্তে ক্ষুব্ধ শিক্ষকরা তা প্রত্যাখ্যান করে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ শুরু করেছেন।
শিক্ষকরা ‘২০ শতাংশ বাড়ি ভাতা চাই’—এ দাবিতে স্লোগান দিচ্ছেন এবং বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষক নেতারা সেখানে বক্তব্য রাখছেন। আজ (রোববার) দুপুরে তাদের ‘ভুখা মিছিল’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মিছিলে অংশ নিতে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা শহীদ মিনারে জড়ো হচ্ছেন; কারও হাতে দেখা গেছে থালা-বাটি—প্রতীকী প্রতিবাদ হিসেবে।
বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সদস্য সচিব মোহাম্মদ শাহ আলম বলেন,
“সরকার যে সিদ্ধান্ত দিয়ে প্রজ্ঞাপন দিয়েছে, তা আমরা মানি না। আমরা ২০ শতাংশ চাই। তার থেকে এক শতাংশ কম হলেও শিক্ষকরা মানবে না।”
তিনি জানান, ফোরামের একটি প্রতিনিধিদল আলোচনার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে গেছে। “সেখানে কী আলোচনা হয়, তা দেখে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব,” বলেন তিনি।
এদিকে শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলাওয়ার হোসাইন আজিজী এক ফেসবুক পোস্টে লিখেছেন,
“৫% বাড়ি ভাতার প্রজ্ঞাপন আমাদের আন্দোলনের প্রাথমিক বিজয়। কিন্তু ২০% বাড়ি ভাতা, ১,৫০০ টাকা মেডিকেল ভাতা ও ৭৫% উৎসব ভাতা না দেওয়া পর্যন্ত আমাদের সব কর্মসূচি অব্যাহত থাকবে।”