December 22, 2025, 4:48 pm

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসীম উদ্দীন বলেছেন, “গণমাধ্যমকর্মীদের চোখ দিয়ে আমি অপরাধ দেখতে চাই। আপনাদের সার্বিক সহযোগিতায় জেলার অপরাধ কর্মকাণ্ডের লাগাম টেনে ধরতে চাই।” তিনি জোর দিয়ে বলেন, নিরাপত্তা নিশ্চিতে পুলিশ কোনো আপস করবে না।
রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় কুষ্টিয়া প্রেসক্লাবের এম এ রাজ্জাক মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সদস্য সচিব আবু মনি জুবায়ের রিপন।
প্রেসক্লাবের আহ্বায়ক আল মামুন সাগরের সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতি
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার এবং কুষ্টিয়া ডিএসবির ডিআইও–১ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শেখ ওবায়দুল্লাহ।
‘মানবিক নয়, পেশাগত পুলিশ হতে চাই’/
মতবিনিময় সভায় নবাগত এসপি মোহাম্মদ জসীম উদ্দীন বলেন,
“আমি মানবিক পুলিশ হতে চাই না—আমি চাই পেশাগত পুলিশ হতে। আমার লক্ষ্য হলো, আপনাদের সন্তান এবং পরিবারের সদস্যরা যেন দিনশেষে নিরাপদে বাড়ি ফিরতে পারে এবং রাতে নির্বিঘ্নে ঘুমাতে পারে। আমি আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই।”
তিনি আরও বলেন, “কুষ্টিয়ার দীর্ঘ ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। এখানে কারা কী করছে, সে বিষয়ে আমার কাছে তথ্য আছে। কেউ অপরাধ করেও রেহাই পাবে না। অপরাধের ধরন যেভাবে বদলাচ্ছে, আমরাও সেভাবেই কৌশল বদলাব।”
মাদক ও অপরাধ দমনে ব্যাখ্যা/
মাদকবিরোধী মামলা প্রসঙ্গে এসপি বলেন,
“মাদকের মামলা বাড়ছে মানে এই নয় যে মাদক বেড়ে গেছে—এটি প্রমাণ করে প্রশাসন মাদকের বিরুদ্ধে সক্রিয়ভাবে কাজ করছে। আবার একটি ডাকাতির মামলা না হওয়া মানেই ডাকাতি কমে গেছে—এ ধারণাও সব সময় সঠিক নয়।”
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে প্রস্তুতি/
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন,
“এবার প্রত্যাশা যেমন বেশি, চ্যালেঞ্জও তেমন বেশি। সামনে দুটি ভোট রয়েছে—সেগুলোকে সামনে রেখে আমরা নানা প্রস্তুতি নিচ্ছি। নির্বাচন যেন সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ হয়, সে লক্ষ্যে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”