November 21, 2024, 11:09 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
হাইকোর্টের নির্দেশের প্রেক্ষিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী ফুলপরী খাতুনকে নির্যাতনের ঘটনায় দেশরতœ শেখ হাসিনা হলের প্রভোস্ট অধ্যাপক শামসুল আলমকে সাময়িক অব্যাহতি দিয়েছে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ।
এর আগে আজ বুধবার দুপুরে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত একটি আদেশ দেন।
আদেশে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরাসহ ৫ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ও হল প্রভোস্ট অধ্যাপক শামসুল আলমকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়।
আদেশের পর বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শামসুল আলমের সই করা বিজ্ঞপ্তিতে হল অধ্যাপক শামসুল আলমকে প্রভোস্ট পদ থেকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়।
এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের দেশরতœ শেখ হাসিনা হলে সংঘটিত ঘটনার পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়ের কাছ থেকে আদেশের বিষয়ে জেনে হলের প্রভোস্ট অধ্যাপক শামসুল আলমকে প্রভোস্ট পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
এদিকে, হাইকোর্টের অপর আদেশের বিষয়ে রেজিস্ট্রার জানান কোন শিক্ষার্থীকে বহিস্কার করতে হলে বিশ^বিদ্যালয়ের আইন অনুযায়ী ডিসিপ্লিনারী কমিটির সিদ্ধান্ত প্রয়োজন। বৃহস্পতিবার ও শুক্রবার ছুটি থাকায় শনিবার বেলা ১২টায় ঐ কমিটির সভা আহবান করা হয়েছে। সেখানে ঐ সিদ্ধান্ত নেয়া হবে।
Leave a Reply