September 10, 2025, 5:31 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে নারীসহ সাতজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজন নারী এবং দুইজন পুরুষ রয়েছেন।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে খালিশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটক দুই পুরুষ হলেন—ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামের বিশ্বনাথ সরকারের ছেলে শান্ত সরকার (২১) এবং মাদারীপুরের পুকুরিয়া গ্রামের সুবল হালদার (৬৮)।
বিজিবি জানায়, মহেশপুর ৫৮ বিজিবির শ্যামকুড় বিওপির সদস্যরা মঙ্গলবার দুপুর সাড়ে ১১টার দিকে চেয়ারম্যান ঘাট এলাকা থেকে এক নারীকে আটক করেন। একই সময়ে বাঘাডাঙ্গা বিওপির সদস্যরা হুদাপাড়া গ্রামে অভিযান চালিয়ে আরও ছয়জনকে আটক করে।
বিজিবির দাবি, আটক সাতজনই অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। আটক পাঁচ নারীকে যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। অপরদিকে দুই পুরুষকে হস্তান্তর করা হয়েছে মহেশপুর থানায়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদুর রহমান জানান, এ ঘটনায় মামলা দায়ের করে শান্ত ও সুবলকে আদালতে পাঠানো হবে।