September 9, 2025, 2:37 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দেশে দাম ২৫০০, ভারতে যাচ্ছে ১৫০০ টাকা দরে ১২০০ টন ইলিশ রাজবাড়ীতে মোটরসাইকেল রেসে প্রাণ গেল দুই বন্ধুর কেরুর আধুনিকায়ন ১৩ বছরেও শেষ হয়নি, ব্যয় বেড়ে দ্বিগুণেরও বেশি একাদশে ভর্তি শুরু, জেলা পর্যায়ে নন-এপিওতে ভর্তি ফি ৩ হাজার টাকা, ক্লাস ১৫ সেপ্টেম্বর থেকে প্রাথমিকে বৃত্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত, আসছে মিড-ডে মিল ইউক্রেন চুক্তি মানতে না পারলে সামরিকভাবে লক্ষ্য পূরণ করবে রাশিয়া: পুতিন সংকটাপন্ন অবস্থায় ফরিদা পারভীন, চিকিৎসায় সহায়তায় প্রস্তুত সংস্কৃতি মন্ত্রণালয় বিচার বিভাগের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পেলো সুপ্রিম কোর্টে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে মাছ রপ্তানি বেড়েছে প্রায় ৫ হাজার ৫০০ টন মেহেরপুরে বিদেশি পিস্তল-গুলিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার

ভারত থেকে সাতক্ষীরায় ফেরত ১৪ বাংলাদেশি, পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্ত দিয়ে ১৪ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
রবিবার (৩১ আগস্ট) রাতে সীমান্তের চেকপোস্ট এলাকায় অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃতরা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর দিবাজ্যোতি ডলি ও বিজিবির সাতক্ষীরার তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. আবুল কাশেম পতাকা বৈঠক করেন। এ সময় ১৪ জন বাংলাদেশিকে হস্তান্তর করা হয়।
এর আগে, শনিবার (৩০ আগস্ট) রাত ১১টার দিকে ভারতের হাকিমপুর চেকপোস্ট এলাকা থেকে তাদের আটক করে বিএসএফ।
ফেরত দেওয়া বাংলাদেশিদের মধ্যে রয়েছেন—
বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার সানকিডাঙ্গা গ্রামের মো. আফজাল শেখের ছেলে মো. মিজানুর রহমান শেখ (৩৮), তার স্ত্রী মোসা. শারমিন আক্তার (২৪), ছেলে শামীম শেখ (৭), মেয়ে রুমা শেখ (৪)। একই গ্রামের মো. মোন্তফা শিকদারের ছেলে মো. নজরুল শিকদার (৫০) ও তার স্ত্রী মোসা. কহিনুর বেগম (৪৩)। মোড়েলগঞ্জ উপজেলার বদনীডাঙ্গা গ্রামের মো. আফজাল শেখের ছেলে মো. কবির শেখ (৪০) ও তার স্ত্রী মোছাম্মৎ তফুরা বেগম (৩০)। পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার চন্ডিপুর গ্রামের মো. হানিফ মৃধার ছেলে মো. আরমান মৃধা (২৫) ও তার স্ত্রী হাজেরা আক্তার (২১), ছেলে হাফিজুল (৬), মেয়ে আমিনা (৩)।মো. চুন্নু শেখের স্ত্রী মোসা. মুকুল বেগম (৪১)। সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার পদ্মবেউলা গ্রামের মোসলেম মোড়লের ছেলে আব্দুল কাদের মোড়ল (৪০)।
বিজিবি জানায়, ৩০ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে ভারতের হাকিমপুর চেকপোস্ট অতিক্রমের সময় বিএসএফের একটি দল তাদের আটক করে। পরে, রবিবার সন্ধ্যা পৌনে ৭টায় তলুইগাছা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। রাত ৯টার দিকে তারা সাতক্ষীরা সদর থানায় সোপার্দ করা হয়।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বলেন, “রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা সদর থানায় ১৪ জনকে হস্তান্তর করা হয়েছে। নাম-ঠিকানা যাচাই শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net