November 28, 2025, 4:57 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পৌনে ১২ লাখ টনে নেমেছে সরকারি চালের মজুদ, ৩ লাখ টন চাল আমদানির উদ্যোগ পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির মামলা/হাসিনা পরিবারের তিন সদস্যের কারাদণ্ড কুষ্টিয়ায় গলাকাটা, মুখ পুড়ানো অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার কুষ্টিয়ায় আসছেন জাসিম উদ্দিন, লটারির পর একযোগে ৬৪ এসপিকে বদলি শীর্ষ ব্রিটিশ আইনজীবীদের টিউলিপ সিদ্দিক মামলার সমালোচনা বন্দর-এলডিসি নিয়ে সিদ্ধান্ত অন্তর্র্বতী সরকার নিতে পারে না: তারেক রহমান ভারত থেকে চাল কিনবে সরকার, সরবরাহকারী সিঙ্গাপুরের প্রতিষ্ঠান চার মাসে রাজস্ব আদায়ে ঘাটতি ১৭ হাজার কোটি টাকা রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়াল এনবিআর কুষ্টিয়ার ভেড়ামারায় প্রকাশ্যে গুলি করে একজনকে হত্যা, আহত ১

কুষ্টিয়ায় ফ্রি সবজি বিতরণ ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক: অসহায় দিন মজুর খেঁটে খাওয়া মানুষদের মাঝে এবার ফ্রি সবজি বিতরণ করলেন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতাকর্মীরা। সোমবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ব্যানারে কুষ্টিয়া শহরের কয়েকটি স্থানে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

কার্যক্রমের নেতৃত্ব দেন ইবি শাখা ছাত্রলীগের সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান ও ফয়সাল সিদ্দিক আরাফাত। এ সময় প্রায় ১০ মণের অধিক নানা ধরনের মৌসুমী সবজি খেটে খাওয়া মানাষদের মাঝে বিলি করা হয়।

সাধারন মানুষ এ সবজি পেয়ে তাদের আনন্দও ব্যক্ত করতে দেখা যায়। চৌরহাস এলাকার বাসিন্দা ভিখারী নূরজাহান একটি লাউ ও একটি পাতা কপি পেয়ে যার পর নেই খুশী। তাকে জিজ্ঞেস করা হলো এগুলো কারা দিল। তিনি জবাব দিলেন তার মােত করে। “শুনলাম আওয়ামী লীগের ছাত্ররা দেচ্ছে,” তাই গেলাম, আমার দিল।” একই সাথে করোনার কারনে তার ভিক্ষা করতে সমস্যার কথাও জানালো।

ভ্যান চালক আশরাফুল সে একটা মিঠাকুমড়া পেয়েছে। জানালো ভার্সিটির ছাত্রলীগের নেতারা দিয়েছে।

শহরের নানা বর্ণের মানুষকে তাদের মতো করেই সংগ্রহ করতে দেখা গেল ছাত্রলীগের দেয়া এসব সবজি। মজমপুর গেটের ব্যবসায়ী বিশুর মতে এটা খুব একটা কাজ হয়েছে। কারন তার মতে করোনার কারনে সবজির বাজারে দাম চড়া। এটি সাধারন মানুষকে এক বা দুদিনের জন্য হলেও স্বস্তি দেবে।

দেশে লকডাউনের কারনে দিন মজুর এবং খেটে খাওয়া মানুষেরা চরম বিপাকে। এসব অসহায় দরিদ্র মানুষদের সেবায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মীরা সাহায্য হাত বাড়িয়ে দিয়েছে। নিজেদের অর্থায়নে এবং বিভিন্ন জায়গা থেকে সবজি সংগ্রহ করে সবজি বিতরণের সিদ্ধান্ত নেয় তারা।

যতদিন দেশের এমন অবস্থা থাকবে ততদিন অসহায় মানুদের কে এ সেবা প্রদান করবে বলে জানায় তারা।

ফয়সাল সিদ্দিক আরাফাত বলেন, ছাত্রলীগ সর্বদা মানুষের সেবায় কাজ করে থাকে। তারই ধারাবাহিকতায় দেশের এই ক্্রান্তিকার্লে আমি একজন ছাত্রলীগ কর্মী হিসেবে অসহায় মানুষদের সেবায় নিজেকে নিয়েজিত করেছি। সেই সাথে সকলের কাছে আমার আহবান আসুন আমরা সকলে মিলে সমাজের অসহায় মানুষদের সেবাই এগিয়ে আসি।

মিজানুর রহমান লালন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী দেশের মানুষকে নিরাপদ রাখারা জন্য দেশে লকডাউন ঘোষণা করা হয়েছে। যার কারণে সমাজের অসহায় মানুষরা যেন না খেয়ে থাকে। এজন্য অসহায় মানুষের সেবায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ কর্মীরা রাস্তায় রস্তায় ফ্রিতে সবজি বিতরণ করছি। মানুষ বাঁচলে টিকে থাকবে মানবতা।

লালন সবাইকে দরিদ্র মানুষদের পাঁশে দাঁড়ানোর আহব্বান জানায়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net