October 8, 2025, 10:14 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পাবনায় জুলাই ছাত্র আন্দোলনে হত্যা মামলায় ১৩৬ জনের বিরুদ্ধে চার্জশিট পদ্মা নদীতে নৌ-চ্যানেলে খাজনা আদায়কে কেন্দ্র করে গোলাগুলি, দুজন গুলিবিদ্ধ বিসিবি গঠন/সভাপতি বুলবুল, অন্যান্য পদে যারা এলেন কুষ্টিয়ায় মানবতাবিরোধী অপরাধ মামলায় হানিফসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ভারত থেকে আমদানি শুরুর কয়েক ঘন্টায় কাঁচা মরিচের দাম কমল ১৩০ টাকা সেপ্টেম্বরে প্রবাসী আয়ে নতুন রেকর্ড/দেশে এসেছে ২৬৮ কোটি ডলার রেমিট্যান্স পূজা কারনে ভারত থেকে আমদানি বন্ধ, দেশে কাঁচামরিচের দাম আকাশছোঁয়া প্রশাসনে এক বছরে পদোন্নতি ১৮১৭ : পদের চেয়ে কর্মকর্তা বেশি সহস্রাধিক কুষ্টিয়া/দুপুরে নিখোঁজ, রাতে বাড়ির পাশের ডোবায় স্কুলছাত্রীর মরদেহ দলীয় কর্মকাণ্ডে অনিয়ম/কুষ্টিয়া জেলা কমিটি থেকে এনসিপির দুই নেতার পদত্যাগ

কুষ্টিয়ায় ওএমএস খাদ্য বিতরণ পর্যবেক্ষণ ও সহযোগীতায় সম্মিলিত সামাজিক জোটের অর্ধশত স্বেচ্ছাসেবক, জেলা প্রশাসকের অভিনন্দন

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক//*/

বন্ধ হয়ে যাবার পর আবার শুরু হওয়া সরকারের স্বল্পমূল্যে ওএমএস খাদ্য বিতরণ কর্মসূচিতে কুষ্টিয়ায় পর্যবেক্ষণ ও সহযোগীতায় ছিলেন সম্মিলিত সামাজিক জোটের অর্ধশত স্বেচ্ছাসেবক।

রমজানের প্রথমদিনে শুরু হওয়া এ জনবান্ধব কর্মসূচী সঠিকভাবে বাস্তবায়নে কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্দেশনায় গতকাল (২৫ এপ্রিল) কুষ্টিয়া পৌরসভার ১৮টি ওর্য়াডে মাথাপিছু ১০ কেজি চাল এবং ৩ কেজি আটা কার্ডভূক্ত নিম্ন আয়ের মানুষের মধ্যে বিতরণ করা হয়।
সম্মিলিত সামাজিক জোট, কুষ্টিয়ার চেয়ারম্যান ড. আমানুর আমানের নেতৃত্বে সংগঠনের প্রায় অর্ধশত সংগঠক ও কর্মী কুষ্টিয়া পৌরসভার ২১ টি ওয়ার্ডের জন্য নির্ধারিত ১৮ টি ওএমএস পয়েন্টে ¯’ানীয় ওয়ার্ড কাউন্সিলর এবং দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে এই খাদ্য বিতরণ কর্মসূচি পর্যবেক্ষণ ও সহযোগীতা করেন৷

১ নং ওয়ার্ডে জোটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শুভ ও রিয়াদ, ২ নং ওয়ার্ডে আশরাফুল ইসলাম অনিক, শিমুল বিশ্বাস ও ফয়সাল পারভেজ, ৩ নং ওয়ার্ডে শামিত, রহিদ ও রিফাত, ৪ নং ওয়ার্ডে মোস্তাফিজুর রহমান সুমন, ৫ নং ওয়ার্ডে তানভির আহম্মেদ ও আনিচুর রহমান, ৬ নং ওয়ার্ডে মেহরাব মুশফিল ও রোহিত, ৯ নং ওয়ার্ডে কোরবান আলী, মারিয়া ইসলাম ও মুনতাসির কুয়াশা, ১০ নং ওয়ার্ডে শুভ, ১১ নং ওয়ার্ডে এ জে সুজন, ১২ নং ওয়ার্ডে সজিব, ১৭ নং ওয়ার্ডে আল মাহমুদ, ১৯ নং ওয়ার্ডে মীর আতিক, ২১ নং ওয়ার্ডে নাব্বির আল নাফিজ এবং ২০ নং ওয়ার্ডে পর্যবেক্ষণ ও সার্বিক সহযোগীতায় ছিলেন জোটের সিনিয়র সংগঠক এবং নোঙর, কুষ্টিয়ার সদস্য-সচিব কবি ও সাংবাদিক শৈবাল আদিত্য এবং রাকিব রিকো৷

দিনভর চলমান এই সার্বিক কর্মকান্ডের তদারকি এবং পরিদর্শন টিমের নেতৃত্ব দেন সম্মিলিত সামাজিক জোটের সমন্বয়ক ও উৎসর্গ ফাউন্ডেশন, জেলা শাখার সাধারন সম্পাদক মো. মুহাইমিনুর রহমান পলল৷ পরিদর্শন টিমের অন্য দু’জন সদস্য ছিলেন জোটের সিনিয়র সংগঠক ও এনডিএফবিডির কো-চেয়ারম্যান শামীম রানা এবং জোটের সংগঠক ও সামাজিক সংগঠন কালপুর“ষ এর যুগ্ম-আহবায়ক শেখ হিল্লোল৷

পর্যবেক্ষণ কর্মসূচির নির্দেশনা দানের সময় সম্মিলিত সামাজিক জোট, কুষ্টিয়ার চেয়ারম্যান বিশিষ্ট লেখক ও গবেষক ড. আমানুর আমান বলেন, “রমজানের শুরতে সরকারে সাহায্য জেলা প্রশাসনের নির্দেশনায় জনগনের দোড়গোড়ায় পৌছানোর এই মহত্তম উদ্যোগ সফল ও স্বার্থক হোক এবং অব্যহত থাকুক করোনা সংকট কালীন পরি¯ি’তি শেষ না হওয়া অবধি।
পুরো রমজান মাস জুড়ে এবং পরবর্তীতে করোনা মহামারীর দূর্যোগ থাকাকালীন সময়ে সরকার কর্তৃক জেলা প্রশাসনের নির্দেশনায় স্বল্পমূল্যে জনগণের দোড়গোড়ায় খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার এই মহতী উদ্যোগে পর্যবেক্ষণ আর সার্বিক সহযোগীতায় জোটের স্বেচ্ছাসেবকরা নিরলস কাজ করে যাবেন বলে জোট নেতৃবৃন্দ জানিয়েছেন৷
এদিকে দেশের এই দুর্যোগময় মুহুর্তে শহরের উদ্দ্যমী তরুণদের এ কাজকে অভিনন্দন জানিয়ে উৎসাহিত করেছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net