April 23, 2025, 5:06 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সরকারের প্রচেষ্টায় ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধানের পথ শীঘ্রই উন্মুক্ত হবে : রিজওয়ানা হাসান বেনাপোল কাস্টমসে ৯ মাসে লক্ষ্যমাত্রার চেয়ে ৩৮ কোটি টাকা বেশি রাজস্ব আদায় কুষ্টিয়ায় বিদ্যালয় থেকে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার, হত্যা নাকি আত্মহত্যা নিশ্চিত নয় পুলিশ জানা গেল তত্ত্বাবধায়কের বিয়ে তাই কাঙাল হরিনাথের প্রয়াণ দিবসে ছিল না কোনো আয়োজন ! একটি দলকে সরিয়ে আরেকটি দলকে ক্ষমতায় বসাতে গণঅভ্যুত্থান হয়নি : নাহিদ খুলনা বিভাগের ১০ জেলার ৫ জেলায় এক কেজি ধানও পায়নি খাদ্য বিভাগ ! সীমান্তে মাদক সরবরাহ করতে এসে ৩ ভারতীয় আটক দর্শনায় পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, দাফন হবে নিজ বাড়ি কুষ্টিয়ায় বাংলাদেশী পণ্যের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের ব্যাখা দিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মুজিবনগর সরকারের নাম পরিবর্তনের ইচ্ছা নেই, ভাস্কর্যগুলো পূণস্থাপনের উদ্যোগ নেওয়া হবে : উপদেষ্টা

লকডাউনে অক্ষয়ের ছবির অনলাইন রিলিজ়

দৈনিক কুষ্টিয়া বিনোদন ডেস্ক//*/

গত এক মাসে অনেক অভ্যেসই বদলে গিয়েছে। জায়ান্ট স্ক্রিনের সামনে পপকর্ন হাতে বসার বদলে ল্যাপটপ কিংবা মোবাইলের স্ক্রিনই বিনোদনের চাহিদা পূরণ করছে। লকডাউনে প্রায় সব ইন্ডাস্ট্রি ক্ষতির মুখ দেখলেও ওটিটি প্ল্যাটফর্মের ব্যবসা ঊর্ধ্বমুখী। সুপারস্টারেরাও কি আপস করতে চাইছেন? অক্ষয়কুমারের ছবি মানেই দেশজুড়ে চার হাজারের উপর স্ক্রিনে ছবি রিলিজ়। এ বার হয়তো চিত্রটা বদলাবে। ইন্ডাস্ট্রির গুঞ্জন, অক্ষয় ও কিয়ারা আডবাণী অভিনীত ‘লক্ষ্মী বম্ব’ অনলাইনে রিলিজ় করা হবে। তবে অনলাইনের জন্য ছবি তৈরি আর প্রতিকূল পরিস্থিতিতে ওটিটি রিলিজ়ের মধ্যে ফারাক আছে।

অক্ষয়ের ছবিটির ক্ষেত্রে দ্বিতীয়টাই হয়েছে। অনেকের মতে এই পদক্ষেপ পরীক্ষামূলক। বড় স্টারের নতুন ছবি অনলাইনে এলে কেমন প্রতিক্রিয়া পায়, সেটা দেখে নেওয়া যাবে। এ ছাড়া অক্ষয়ের অন্যান্য ছবির মতো ‘লক্ষ্মী বম্ব’ লার্জার দ্যান লাইফ ঘরানার নয়, এক্সপেরিমেন্টাল এবং বাজেট তুলনামূলক ভাবে কম। তার উপরে এটি একটি দক্ষিণী ছবির রিমেক, যা দর্শকের একাংশের আগেই দেখা। তাই নির্মাতারা একটা ঝুঁকি নিয়ে দেখতে চাইছেন বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, মার্চের শেষেই অক্ষয়ের ‘সূর্যবংশী’ রিলিজ়ের কথা ছিল। লকডাউনের জন্য যা বাতিল হয়েছে। সেই ছবিটি কিন্তু অনলাইন রিলিজ়ের জন্য ভাবা হচ্ছে না। কারণ অনলাইন রিলিজ় ওই ছবির ক্ষেত্রে লাভদায়ক হবে না।

মে মাসের শেষের দিকে রাঘব লরেন্স পরিচালিত ‘লক্ষ্মী বম্ব’ রিলিজ়ের কথা ছিল। ছবির কাজ এডিটিং, গ্রাফিক্স, কালার কারেকশনের কাজ ক্রু মেম্বাররা বাড়ি থেকেই করছেন। ফলে সময় লাগছে বেশি। খবর, জুন মাস নাগাদ ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে আসতে পারে। তবে এ ব্যাপারে অক্ষয় বা ছবি নির্মাতারা মন্তব্য করেননি।

অক্ষয় সম্প্রতি অন্য একটি কাজে ব্যস্ত ছিলেন। তাঁর ‘কেশরী’ ছবির গান ‘তেরি মিট্টি’র একটি নতুন ভার্সন প্রকাশ করেছেন তিনি। যেখানে করোনাভাইরাসের বিরুদ্ধে ক্রমাগত লড়াই করে চলা চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানানো হয়েছে। এবং চিকিৎসকদের রিয়্যালিস্টিক ফুটেজ ব্যবহার করা হয়েছে। গানটির কথা মনোজ মুন্তাশিরের, মিউজ়িকে অর্ক। গেয়েছেন বি প্রাক। নতুন ভার্সনটি রীতিমতো প্রশংসিত হচ্ছে।

বলিউড আগেই ঘোষণা করেছে, সেপ্টেম্বর পর্যন্ত শুটিং, ছবি রিলিজ় সম্ভব নয়। তাই ওটিটি প্ল্যাটফর্মগুলোও ছবি কেনার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। শোনা যাচ্ছিল, রণবীর সিংহের ‘এইটিথ্রি’ ছবিটি প্রিমিয়ার করার জন্য একটি ওটিটি সংস্থা ১৪৩ কোটি টাকার প্রস্তাব দিয়েছে। তবে ‘এইটিথ্রি’র প্রযোজনা সংস্থা রিল্যায়ান্স এন্টারটেনমেন্টের সিইও শিবাশিস সরকার বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়ে জানিয়েছেন, এই ছবিটি ছোট স্ক্রিনে রিলিজ়ের কোনও পরিকল্পনাই নেই তাঁদের।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

Mon Tue Wed Thu Fri Sat Sun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net