December 7, 2024, 12:14 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, চুয়াডাঙ্গা//*/
চুয়াডাঙ্গায় নতুন করে ৭ চিকিৎসকসহ ২৭ জনের করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৫ জনে। আক্রান্তদের মধ্যে অধিকাংশই আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও কর্মচারী হওয়ায় আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। আক্রান্তদের মধ্যে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ৭ জন ও অন্যান্য কর্মচারীসহ মোট আক্রান্ত হয়েছেন ১৭ জন। ফলে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন করা হয়েছে। আক্রান্ত বাকীরা জেলার অন্যান্য এলাকার বলেও জানান তিনি।
সিভিল সার্জন জানান, জেলার চার উপজেলা থেকে মোট ২৮৩ জনের নমুনা সংগ্রহ করে করা হয়। এরমধ্যে ১০৫ টি নমুনা কুষ্টিয়া পিসিআর ল্যাবে পাঠানো হয়। আজ দুপুরে ২৭ করোনা পজেটিভ বলে জানানো হয়েছে।
Leave a Reply