November 21, 2024, 8:07 pm
দৈনিক কুষ্টিয়া ডিজিটাল ডেস্ক//
একাধিক ডিভাইসে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে ইউজাররা।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, টেলিগ্রামের মতো ‘মাল্টি ডিভাইস সাপোর্ট’আনতে যাচ্ছে ফেসবুক মালিকাধীন ম্যাসেজিং অ্যাপটি।
এখনো হোআটসঅ্যাপ একটি ডিভাইস ব্যবহার করা যায় যদি না আপনি হোয়াটসঅ্যাপ ডট ওয়েব ব্যবহার করেন। এখন থেকে ইউজারদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বিভিন্ন ডিভাইসে সাইন আপ করার অনুমতি দেবে। যেমন দুটো স্মার্টফোন বা একটা স্মার্ট ফোন একটা ট্যাবলেট ইত্যাদি।
যদি আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি একটি স্মার্টফোনে লগইন করেন, তাহলে অন্য স্মার্ট ফোন থেকে আপনার অ্যাকাউন্ট ডিসকানেক্ট হয়ে যাবে। যদিও এই ফিচার কবে লঞ্চ হচ্ছে তা জানা যায়নি। তবে হোয়াটসঅ্যাপ এই নতুন ফিচার তাদের লেটেস্ট বিটা আপডেটে অ্যাড করে দিয়েছে। কিন্তু এই ফিচার আপাতত ব্যাকএন্ড থেকে বন্ধ করা আছে। এই ফিচারটি নিয়ে এখনও কাজ করছে ফেসবুক।
বিটা ভার্সনে দেখা গিয়েছে এখন হোয়াটসঅ্যাপ ইনস্টল করলে একটা নতুন লোডিং স্ক্রিন দেখা যাচ্ছে যেখানে ইউজারদের বলা হচ্ছে ওয়াইফাই নেটওয়ার্ক কানেক্ট করা উচিত। হোয়াটসঅ্যাপে মাল্টিপল ডিভাইস ফেসিলিটি আসার আগেও আপনি এই ফিচার এখন ইউজ করতে পারবেন একটি সহজ পন্থা মাধ্যমে কিন্তু আপনার মূল ডিভাইসটিকে সব সময় ইন্টারনেটে কানেক্টেড থাকতে হবে।
Leave a Reply