February 5, 2025, 12:04 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাঁশআড়া গ্রামে ঘুড়ি ওড়াতে গিয়ে বজ্রপাতে মর্মান্তিক মৃত্যুর শিকার হয়েছে এক স্কুল ছাত্র।
নিহতের নাম আল মামুন হোসেন সাগর। সে ঐ মকছেদ আলীর ছেলে। সাগর নন্দলালপুর ইউনিয়নের কাশেমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৯ জুন) বিকালে।
সিহত সাগরের মামা আলী আকবর পুলিশকে জানান, সাগর বেলা ৪টার দিকে রাস্তার ধারে ঘুড়ি ওড়াচ্ছিল। সে সময় আকস্মিক বজ্রপাত ঘটনাস্থলেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
পরে তাকে কুমারখালী স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক জানান অনেক আগেই তার মৃত্যু হয়েছে।
Leave a Reply