December 26, 2024, 10:09 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, চুয়াডাঙ্গা/
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চুয়াডাঙ্গায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার নাম সোলাইমান হক। বুধবার দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত সোলাইমান হক (৬০) দামুড়হুদা উপজেলার দর্শনা বাসস্ট্যান্ড পাড়ার মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবীর জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টায় সদর হাসপাতালে ভর্তি হন সোলাইমান হক। কান্সারে আক্রান্ত ছিলেন তিনি। তার শরীরে করোনাভাইরাসের উপসর্গ ছিল। পরে তাকে সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটের ইয়োলো জোনে রাখা হয়েছিল। আজ (১৭ জুন) দুপুরে মারা যান তিনি। তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
গেল ২৪ ঘন্টায় এ জেলায় এক পুলিশ সদস্যসহ নতুন করে ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪৭ জনে। এরমধ্যে সুস্থ হয়েছেন ৮৮ জন ও মারা গেছেন ১ জন।
Leave a Reply