November 14, 2024, 12:12 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার খোকসায় দুইজন চিকিৎসক ও এক ব্যাংক কর্মকর্তার করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে উপজেলাটি করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ২০ জনে। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতালের ছাড়পত্র পেয়েছে ৮ জন। সোমবার (২২ জুন) কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, নতুন শনাক্ত তিন জনের মধ্যে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাহিদুজ্জামান (২৮) ও খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সায়েম উদ্দিন এর স্ত্রী কুষ্টিয়া সদর হাসপাতালের চিকিৎসক নাদিয়া সুলতানা (৩০) এবং উপজেলার শমসপুর ইউনিয়নের চকহরিপুর গ্রামের আসাদুজ্জামান (৪০)। আসাদুজ্জামান পেশায় একজন ব্যাংকার।
খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান সোহেল নতুন তিন জনের করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোর্টারে তারা হোম আইসোলেশনে আছেন। আর ব্যাংকের বাসভবন লকডাউনের জন্য থানাকে বলা হয়েছে।
খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল আলম জানান, শমসপুর ইউনিয়নের ঐ ব্যাংকারের বাড়ী লকডাউন করতে গেলে তাকে পাওয়া যায়নি । তিনি পার্শ্ববর্তী পাংশায় কোন এক ব্যাংকে কর্মরত আছেন এখন সেখানেই অবস্থান করছেন।
Leave a Reply