September 12, 2025, 6:36 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ডাকসু নির্বাচন: বিএনপির জন্য আত্মবিশ্লেষণের বার্তা ফরিদা পারভীন লাইফ সাপোর্টে ডাকসুর আনুষ্ঠানিক ফল ঘোষণা/ ভিপি সাদিক কায়েম, জিএস ফরহাদ দেশে দাম ২৫০০, ভারতে যাচ্ছে ১৫০০ টাকা দরে ১২০০ টন ইলিশ রাজবাড়ীতে মোটরসাইকেল রেসে প্রাণ গেল দুই বন্ধুর কেরুর আধুনিকায়ন ১৩ বছরেও শেষ হয়নি, ব্যয় বেড়ে দ্বিগুণেরও বেশি একাদশে ভর্তি শুরু, জেলা পর্যায়ে নন-এপিওতে ভর্তি ফি ৩ হাজার টাকা, ক্লাস ১৫ সেপ্টেম্বর থেকে প্রাথমিকে বৃত্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত, আসছে মিড-ডে মিল ইউক্রেন চুক্তি মানতে না পারলে সামরিকভাবে লক্ষ্য পূরণ করবে রাশিয়া: পুতিন সংকটাপন্ন অবস্থায় ফরিদা পারভীন, চিকিৎসায় সহায়তায় প্রস্তুত সংস্কৃতি মন্ত্রণালয়

খুলনা বিভাগের ১০ জেলায় ১১২ দিনে আক্রান্ত ৩৪৮৫, মৃত্যু ৫১

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
করোনার ১১১ দিনে খুলনা বিভাগের ১০ জেলায় ১১১ দিনে আক্রান্ত দাঁড়িয়েছে ৩ হাজার ৪৮৫ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫১ জনের।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র এ তথ্য জানিয়েছে বিভাগের ১০ জেলায় যত রোগীর সংখ্যা তার ৪৩ শতাংশ শুধু খুলনা জেলারই। খুলনায় এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ১ হাজার ৪৯৮ জন। পুরো বিভাগ জুড়ে এটিই সর্বোচ্চ।
বিভাগের অন্য জেলাগুলোর মধ্যে বাগেরহাটে ১৮০ জন, সাতক্ষীরায় ১৭২ জন, যশোরে ৪৯০ জন, ঝিনাইদহে ১৭০ জন, মাগুরায় ৯৭ জন, নড়াইলে ১৩৪ জন, কুষ্টিয়ায় ৫৩৬ জন, চুয়াডাঙ্গায় ২০৮ জন ও মেহেরপুরে ৫৯ জন।
এ বিভাগে করোনায় মোট ৫১ জন মারা গেছেন।
মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে খুলনায় সবচেয়ে বেশি ১৯ জন এবং কুষ্টিয়া, যশোর ও নড়াইলে ৬ জন করে রয়েছেন। এ ছাড়া মেহেরপুরে ৫ জন, বাগেরহাটে ৩ জন এবং ঝিনাইদহ, মাগুরা ও চুয়াডাঙ্গায় ২ জন করে রোগী মারা গেছেন।
সাতক্ষীরায় কোনো করোনা রোগী মারা যাননি।
বিভাগের ১০ জেলায় মোট সুস্থ্য হওয়ার সংখ্যা ৮৩৫।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক রাশেদা সুলতানা জানান সপ্তাহ ধরে খুলনা বিভাগে করোনায় সংক্রমণের হার বেশ দ্রত উঠছে। বিভাগের মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে খুলনা জেলায়। খুলনার তিনটি এলাকাকে তাই কঠোর লকডাউনের আওতায় আনা হয়েছে। এরপরই আছে কুষ্টিয়া জেলা। এখানেও শনাক্ত ক্রমেই বাড়ছে।
গত বৃহস্পতিবারও আক্রান্তের পরিমাণ ৩৬, শুক্রবারে আরো ৩৯ জন। জেলায় ৪১টি এলাকা রেড জোন ঘোষিত।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net