December 6, 2024, 10:18 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার খোকসায় পারিবারিক কলহের জের ধরে তিন সন্তানের জননী এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। পুলিশ ঐ গৃহবধুর স্বামীকে গ্রেপ্তার করেছে।
জানা গেছে, উপজেলার গোপগ্রাম ইউনিয়নের পূর্ব আমলাবাড়ি গ্রামের সামেলা খাতুনের স্বামীর সাথে পাবিারিক কলহ চলছিল। বুধবার দুপুরে স্বামী মমিনুল হক প্রামানিক স্ত্রীকে মারপিট করে। এ ঘটনার সূত্র ধরে তাদের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করে। রাতে গৃহবধূকে আবার মারপিট করে পাষন্ড স্বামী। এক পর্যায়ে গৃহবধূ মারা যায়। এরপর ঘাতক স্বামী তড়িঘড়ি করে গৃহবধূর মৃতদেহটি তার শোবার ঘরের ডাবের সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেবার চেষ্টা করে।
নিহত গৃহবধূর পরিবার সুত্র জানায় বিয়ের পর থেকে সামান্য ঘটনাতেই সামেলার উপর নির্যাতন করত তার স্বামী।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, রাতে গৃহবধূ ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পেয়ে তিনি গিয়েছিলেন। তবে গিয়ে গৃহবধূর মৃতদেহটি ঘরের মেঝোতে শোয়ানো অবস্থায় দেখতে পান।
খোকসা থানা পুলিশের এসআই সুলতান জানান, গৃহবধূর আত্মহত্যার প্রমান মেলেনি। ঘটনাটি হত্যাও হতে পারে। মৃতদেহর ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের ম্বামী ও তার ভাইকে থানায় নেওয়া হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে স্বামী মমিনুল হক স্ত্রী হত্যার দায় স্বীকার করে।
এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল আলম জানান, মমিনুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তদন্ত চলছে।
Leave a Reply