December 8, 2024, 3:13 pm
দৈনিক কুষ্টিয়া ডেস্ক/
ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার বাংলাদেশ সফর নিয়ে কিছু গণমাধ্যম বিভ্রান্তিকর খবর প্রকাশ করেছে বলে অভিযোগ করেছে ঢাকায় প্রতিবেশী দেশটির হাই কমিশন।
সোমবার নিজেদের ফেইসবুক পাতায় এক বিবৃতিতে হাই কমিশন বলেছে, পররাষ্ট্র সচিবের সাম্প্রতিক বিদেশ সফর নিয়ে কিছু গণমাধ্যম বাংলাদেশ-ভারতের সম্পর্ক নিয়ে সামান্য বোঝাপড়ার উপর ভর করে খারাপ উদ্দেশ্যমূলক, তথ্যগতভাবে ভুল এবং অনুমাননির্ভর খবর প্রকাশ করেছে।
“এই ধরনের অপচেষ্টা চরমভাবে ক্ষতিকর ও বিভ্রান্তিকর।”
গভীর বন্ধুত্বপূর্ণ দুই প্রতিবেশীর মধ্যে দ্বিপাক্ষিক যে বন্ধন, তার অংশ হিসাবে এই সফর ছিল বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।
তবে কোন কোন খবরকে হাই কমিশন বিভ্রান্তিকর মনে করছে, সে বিষয়ে বিবৃতিতে কিছু উল্লেখ করা হয়নি।
১৮ অগাস্ট দুই দিনের আকস্মিক সফরে বাংলাদেশে আসেন ভারতের পররাষ্ট্র সচিব শ্রিংলা।
Leave a Reply