October 30, 2025, 4:39 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ আবারও ভারতকে চিঠি দিচ্ছে ট্রেন চালু করার জন্য কুষ্টিয়ায় ছয় হত্যা মামলা/ হানিফসহ চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের তারিখ ২ নভেম্বর নির্বাচনের দিন বা তার আগে গণভোট আয়োজনের সুপারিশ ঐকমত্য কমিশনের যশোরে তরুণদের মধ্যে উদ্বেগজনক হারে বাড়ছে এইডস আক্রান্তের সংখ্যা সন্ধ্যা নিষেধাজ্ঞা প্রত্যাহার: স্বাভাবিক হয়েছে বেনাপোল স্থলবন্দরে ভারত-বাংলাদেশ বাণিজ্য আন্দোলনের মুখে কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ কার্যক্রম স্থগিত দশ বছরে আটটি গুদাম আগুনের ঘটনা/ বেনাপোল স্থলবন্দর ব্যবহারকারীদের উদ্বেগ কুষ্টিয়ায় ভাইয়ের হাতে সৎ ভাই হত্যা বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু ২৭ মার্চ সংযুক্ত আরব আমিরাত ও মিয়ানমার থেকে এক লাখ টন চাল কিনবে সরকার

করোনাভাইরাস ভেঙ্গে দিলো লালন আখড়াবাড়ির ১৩০ বছরের রেওয়াজ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

করোনাভাইরাস ভেঙ্গে দিলো ১৩০ বছরের রেওয়াজ। পয়লা কার্তিক লালনের তিরোধান দিবসে লালন অনুসারীরা তার মাজার ঘিরে কিছু ধর্মীয় আচার পালন করা হতো। আখড়াবাড়ির গেটে তালা লাগানো থাকায় এবারই প্রথম সেই ধর্মীয় রেওয়াজটি মানা হচ্ছে না।
এবার সরকারিভাবে পালন হচ্ছে না দিবসটি এমন ঘোষণা দিয়েছে কুষ্টিয়া জেলা প্রশাসন। কিন্তু এটি মেনে নিতে পারছেন না লালনের অনুসারী বাউল-ফকিররা। অনেকেই এসেছেন কুষ্টিয়ার ছেউড়িয়ায় লালনের আখড়াবাড়িতে। হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে এসব বাউল, ফকির এবং লালন ভক্তদের।
লালন একাডেমীর আহ্বায়ক কমিটির সদস্য সেলিম হক বলেছেন, করোনাভাইরাস ছড়িয়ে যেতে পারে এ আশঙ্কায় একাডেমীর সভাপতি জেলা প্রশাসক মো. আসলাম হোসেন অনুষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। গত ০৪ অক্টোবর প্রেস ব্রিফিং-এ তিনি বলেছিলেন অনুষ্ঠান বন্ধ রাখা সরকারি সিদ্ধান্ত। ইচ্ছে থাকলেও কিছু করার নেই। সেলিম হক বলেন, এর পর থেকে একাডেমীর পক্ষ আখড়াবাড়িতে ঘোষণার ব্যানার টানিয়ে দেয়া হয়েছে। বন্ধ রাখা হয়েছে সব গেট।
নদী ভরাট করে করা লালন একাডেমীর মাঠেও যাতে কেউ না যেতে পারে সেজন্য সব ফাক ফোকর বন্ধ করে দেয়া হয়েছে। কুষ্টিয়ার দৌলতপুর অবিরাম লালন শিশু আশ্রমের পরিচালক বাউল ফরিদুল ইসলাম এসেছিলেন তার শিশু লালন শিল্পীদের নিয়ে। তিনি বলেন, প্রতিবছরই তিরোধান দিবসে আমার শিল্পীরা এখানে গান করে। ধর্মীয় আচার হয় আখড়াবাড়িতে। বাইরে মাঠে চলে ৩দিনের মেলা ও গানের আয়োজন। এখানে এসে জানতে পারলাম এবার কিছুই হচ্ছেনা। ভাঙ্গা মনে ফিরে যাচ্ছি। তবে, আমার আশ্রমে লালনকে স্মরণ করবো। থাকবে গানের অনুষ্ঠান।
১৩০ বছর ধরে আখড়া বাড়িতে চলা রেওয়াজ হলো- পহেলা কার্তিক লালনের তিরোধান দিবসে তার মাজার ধুয়ে মুছে পরিস্কার করে বাউল-ফকিরদের জন্য অধিবাস, বাল্যসেবা এবং পূর্ণসেবার (খাবার) আয়োজন। তিন দিন ধরে চলে মেলাসহ সরকারি অনুষ্ঠানমালা। বাউল-ফকিরদের দাবি ছিলো অল্পসংখ্যক বাউল-ফকির আখড়াবাড়িতে ঢুকতে দিয়ে হলেও রেওয়াজটুকু পালন করা। কিন্তু করোনা মহামারী বিবেচনায় সে দাবি মানেনি প্রশাসন। সব ধরণের অনুষ্ঠান বন্ধ রাখা হয়েছে। তবে, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পক্ষ থেকে সারাদেশে জেলায় জেলায় অনলাইনে লালনের তিরোধান দিবস উদযাপন হবে- বলছিলেন কুষ্টিয়া জেলা কালচারাল অফিসার সুজন রহমান। তিনি বলেন, কুষ্টিয়ার আয়োজন বড় হবে। প্রথমে থাকবে আলোচনা, আর দ্বিতীয় পর্বে রাতে থাকবে গানের আয়োজন। এখানে ৪০ জন শিল্পী গান পরিবেশন করবেন। প্রচার করা হবে শিল্পকলা একাডেমীর ফেসবুক পেইজে।
করোনা মহামারী শুরুর পর থেকে আধ্যাতিক সাধক ফকির লালন সাঁই’র আখড়াবাড়ির গেট বন্ধ রয়েছে। সাত মাসে আখড়াবাড়ির সামনের লালন একাডেমীর মাঠে অবস্থান নিতেন কিছু বাউল, ফকির। কিন্তু মাঠের যাবার দুটি গেটেও এখন তালা লাগিয়ে দিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net