December 9, 2024, 10:51 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু ঘটেছে একই সাথে নতুন করে সনাক্ত হয়েছে ১১ জন। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৩৫৬৩ জন। সুস্থ হয়েছেন মোট ৩৩৯৪ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৮১ জন।
গতকাল জেলার কুমারখালী উপজেলার ১ জনের মৃত্যু হয়েছে।
কুষ্টিয়ার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৫ নভেম্বর ১৯০টি নমুনার (কুষ্টিয়া ১১৮, চুয়াডাঙ্গা ৩১, ঝিনাইদহ ১৫ ও মেহেরপুর ২৬) পরীক্ষা হয়।
নতুন ১১ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ১০ জন ও ভেড়ামারা উপজেলার ১ জন রয়েছে।
অন্যদিকে চুয়াডাঙ্গা জেলার ৬ জন ও মেহেরপুর জেলার ১ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে।
কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ১০ জনের ঠিকানাঃ হাউজিং ডি ১ জন, চৌড়হাস ১ জন, কেজিএইচ ৩ জন, থানা পাড়া ২ জন, উপজেলা মোড় ১ জন, লাহিনী পাড়া ১ জন ও দহকোলা ১ জন।
ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানাঃ সাতবাড়িয়া ১ জন।
Leave a Reply