August 2, 2025, 6:02 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় জিকে ( গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্প) খালে ভাসছিল অজ্ঞাত মরদেহ। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনাস্থলে মরদেহ উদ্ধার কাজ পরিচালনা ও ঘটনা সম্পর্কে প্রাথমিক খোঁজ খবর নিচ্ছিলেন। এ সম্পর্কে বিস্তারিত পরে জানাবেন বলে তিনি জানান।
বুধবার সকাল ৮টার দিকে ছাতিয়ান ইউনিয়নের মোহনপুর গ্রামের জিকে ক্যানেলে ভাসছিল মরদেহটি। দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। মরদেহটি আগুনে পোড়ানো ছিল। মৃত্যুর আগে বা পরে দেহটি পোড়ানো হয় বলে ধারণা করা হচ্ছে। তার বয়স আনুমানিক ৪০ থেকে ৪২ বছর। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
Leave a Reply