September 10, 2025, 7:53 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ডাকসুর আনুষ্ঠানিক ফল ঘোষণা/ ভিপি সাদিক কায়েম, জিএস ফরহাদ দেশে দাম ২৫০০, ভারতে যাচ্ছে ১৫০০ টাকা দরে ১২০০ টন ইলিশ রাজবাড়ীতে মোটরসাইকেল রেসে প্রাণ গেল দুই বন্ধুর কেরুর আধুনিকায়ন ১৩ বছরেও শেষ হয়নি, ব্যয় বেড়ে দ্বিগুণেরও বেশি একাদশে ভর্তি শুরু, জেলা পর্যায়ে নন-এপিওতে ভর্তি ফি ৩ হাজার টাকা, ক্লাস ১৫ সেপ্টেম্বর থেকে প্রাথমিকে বৃত্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত, আসছে মিড-ডে মিল ইউক্রেন চুক্তি মানতে না পারলে সামরিকভাবে লক্ষ্য পূরণ করবে রাশিয়া: পুতিন সংকটাপন্ন অবস্থায় ফরিদা পারভীন, চিকিৎসায় সহায়তায় প্রস্তুত সংস্কৃতি মন্ত্রণালয় বিচার বিভাগের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পেলো সুপ্রিম কোর্টে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে মাছ রপ্তানি বেড়েছে প্রায় ৫ হাজার ৫০০ টন

করোনা/খুলনা বিভাগে সংক্রমিত ৩২ হাজার ৪৩৪ জন

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
করোনায় খুলনা বিভাগের ১০ জেলায় মঙ্গলাবার পর্যন্ত সংক্রমিত ৩২ হাজার ৪৩৪ জন। বিভাগে করোনা আক্রান্তের পর এখন পর্যন্ত সুস্থ হলেন ৩০ হাজার ১৭৯ জন। সুস্থতার হার ৯৩ শতাংশের বেশি।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগনিয়ন্ত্রণ) ফেরদৌসী আক্তার আজ এসব তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে খুলনা জেলায় রয়েছেন ৫০ জন, তাঁদের ৪৭ জনই খুলনা নগরের, বাগেরহাটে রয়েছেন ২ জন, মেহেরপুরে ৭ জন, সাতক্ষীরায় ৮ জন, যশোরে ২২ জন, কুষ্টিয়া ও ঝিনাইদহে ৬ জন করে, চুয়াডাঙ্গায় ৫ জন, নড়াইল ও মাগুরায় ৩ জন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের করোনাসংক্রান্ত দৈনিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা গেছে, ৯ থেকে ১৮ মে এই ১০ দিনে খুলনা বিভাগে ৬২৯ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। প্রতিদিন গড়ে শনাক্ত হয়েছেন প্রায় ৬৩ জন। এই ১০ দিনে বিভাগে করোনায় মারা গেছেন ৯ জন। এর আগের ১০ দিনে (২৯ এপ্রিল-৮ মে) বিভাগে ৮২২ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়। সে সময় প্রতিদিন গড়ে শনাক্ত হয়েছিলেন ৮২ জন। ওই ১০ দিনে বিভাগে করোনায় মারা যান ২১ জন।
বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে বাসায় ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৬৫৮ জন। এর মধ্যে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন ৫৩ জন, যার ৮ জন আছেন আইসিইউতে।
বিভাগে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৫৯৭ জন। এর মধ্যে খুলনা জেলায় রয়েছেন ১৬০ জন, কুষ্টিয়ায় ১০৮ জন, যশোরে ৭৬ জন, ঝিনাইদহে ৫৪ জন, চুয়াডাঙ্গায় ৫৩ জন, সাতক্ষীরায় ৪৪ জন, বাগেরহাটে ৩৫ জন, নড়াইলে ২৫ জন, মাগুরায় ২৩ জন এবং মেহেরপুরে ১৯ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুর হার ১ দশমিক ৭৯ শতাংশ।
বিজ্ঞাপন
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হন চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। গত বছরের ২৩ জুলাই এ সংখ্যা ১০ হাজার এবং ১২ আগস্ট ১৫ হাজার ছাড়ায়। চলতি বছর ১ জানুয়ারি ২৫ হাজার এবং গত ১১ মে শনাক্তের সংখ্যা ৩২ হাজার ছাড়িয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, খুলনা বিভাগের জেলাভিত্তিক হিসাবে এ পর্যন্ত সর্বোচ্চ ৯ হাজার ৬১৯ রোগী শনাক্ত হয়েছেন খুলনা জেলায়। এর মধ্যে খুলনা শহরেই শনাক্ত হয়েছেন ৭ হাজার ৮১১ জন। এ ছাড়া বাগেরহাটে শনাক্ত হয়েছেন ১ হাজার ৪৪৬ জন, চুয়াডাঙ্গায় ১ হাজার ৯০২ জন, যশোরে ৬ হাজার ৫৮২ জন, ঝিনাইদহে ২ হাজার ৮২৪ জন, কুষ্টিয়ায় ৪ হাজার ৭১২ জন, মাগুরায় ১ হাজার ২৪৬ জন, মেহেরপুরে ৯৩৫ জন, নড়াইলে ১ হাজার ৮৪৫ জন এবং সাতক্ষীরায় ১ হাজার ৩২৩ জন করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net