December 22, 2025, 11:20 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা, টানা দুই দিন সূর্যের দেখা নেই ভোমরা স্থলবন্দরে আমদানি কমের মধ্যেও রপ্তানি ও রাজস্ব বৃদ্ধি লাখো মানুষের শ্রদ্ধায় শেষ বিদায়/ চিরনিদ্রায় শহীদ ওসমান হাদি কুষ্টিয়া নির্বাচন অফিসে অগ্নিকাণ্ড, তদন্তে প্রশাসন শোকবার্তায় জামায়াত /আওয়ামী লীগের প্রতিবিপ্লবের অপচেষ্টা রুখে দেওয়ার কারিগর ছিলেন হাদি’ মব সন্ত্রাসে জাতি বিভক্ত, দায় সরকারের: মির্জা ফখরুল সহিংসতার বিরুদ্ধে দৃঢ়ভাবে সতর্ক থাকার আহ্বান সরকারের জুলাই–অক্টোবরে বাণিজ্য ঘাটতি ৭.৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে অন-ডিউটি চিকিৎসকের মোবাইল গেম খেলা/ দুদকের অভিযানে মিলল সত্যতা, আরও অভিযোগ আজ মহান বিজয় দিবস/বাংলাদেশের মুক্তিযুদ্ধ: ঐতিহাসিক প্রেক্ষাপট, সংগ্রাম ও বিজয়ের গৌরবগাথা

ঈদের পর থেকে কুষ্টিয়ায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, জেলায় মৃত্যু ১০৯

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
ঈদের পর থেকে এ কয়দিনে কুষ্টিয়ায় করোনায় আক্রান্তের সংখ্য ক্রমেই বাড়ছে। বিশেষজ্ঞরা সর্তক করছেন পরিস্থিতি ঘোলাটে হয়ে উঠতে পারে। কারন জেলায় হঠাৎই আক্রান্ত মানুষদের মধ্যে করোনার তীব্রতা বেশী পাওয়া যাচ্ছে।
কুষ্টিয়া সিভিল সার্জন অফিস ও ডেপুটি কমিশনারের কার্যালয় থেকে জানা গেছে জেলায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছে ২৩ জন। যেটা ঈদের পরে সর্বোচ্চ। তার আগে ২০ মে আক্রান্তের সংখ্যা ছিল ১৪। এভাবে ১৯ মে  আক্রান্ত ১৯ জন, ১৮ মে ১৫ জন, ১৭ মে 6 জন এবং ১৬ মে ছিল ৫ জন।
জেলায় গতকাল পর্যন্ত মারা গেছে ১০৯ জন।
স্বাস্থ্য বিভাগ বলছে মানুষের মধ্যে চলাফেরায় আরো বেশী সতর্কতা প্রয়োজন ছিল। রাস্তাঘাটে, হাট বাজারে, শপিং মলে দুরত্ব বজায় রেখে চলার ব্যাপারটি একেবারেই উপেক্ষিত বলে জানায় স্বাস্থ্য বিভাগ।
স্বাস্থ্য বিশেষজ্ঞ ও কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক প্রিন্সিপাল প্রফেসর ডাঃ এসএম মুস্তানজিদ বলছেন করোনার মোকাবেলা করেই চলতে হবে। তাই স্বাস্থ্য বিধিটা মানা জরুরী।
তিনি বলেন “আমাদের প্রয়োজনেই বাইরে যেতে হবে, জীবন ধারনের জন্যই হাটে, বাজারে, শপিং মলে যেতে হবে, তবে বিধি মেনে এটা করতে হবে।”
মাস্ক অবশ্যই পড়তে হবে বলে তিনি মত দেন। তিনি বলেন এই বিষয়টা গাফিলতি করা যাবেই না।
জেলা পুলিশের একজন কর্মকর্তা জানান এখনকার বাস্তবতায় আইনের প্রয়োগ অনেকটা বিমূর্ত হয়ে গেছে। “কোথায় আইন প্রয়োগ করবেন, সবাই যেখানে গা-ছাড়া নিয়ম মানতে” তিনি বলেন।
এই কর্মকর্তা বলেন পুলিশিং, মোবাইল কোর্ট তো আর কম হচ্ছে না। তারপরও তো জনগন মাস্ক পড়ছে না।
কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন জনগনকেই করোনা মোকাবেলা রপ্ত করে ফেলতে হবে বাঁচার তাগিদে। তাদেরকইে সচেতন হতে হবে।
তিনি বলেন আইন প্রয়োগ অব্যাহত থাকবে সরকারী নির্দেশনা অনুযায়ী।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net