January 14, 2025, 3:28 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ দ্রুত সংক্রমণের পটভূমিতে দেশে কোভিড-১৯ ভ্যাকসিনের বুস্টার ডোজ সম্পর্কে একটি সুনির্দিষ্ট নির্দেশিকা নিয়ে কাজ করার জন্য মন্ত্রিসভা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন। সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ওমিক্রন সংক্রমণ বিষয়ে বিশেষ দৃষ্টি দিতে বলা হয়েছে। বিশ্বব্যাপী বিজ্ঞানীরা বুস্টার ডোজের জন্য একটা সুপারিশ করেছে। সেটা আমাদের দেশের জন্যও ওনারা চিন্তা-ভাবনা করছেন, কীভাবে বুস্টার ডোজটা দেওয়া যায়। প্রধানমন্ত্রী করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রনে’র বিষয়ে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি। মন্ত্রিপরিষদ সচিব বলেন, আজ বিশেষ করে ওমিক্রন নিয়ে বেশি আলোচনা হয়েছে। এটার বিষয়ে খুবই সতর্ক থাকতে বলা হয়েছে। আপনারা জানেন এটা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ছে। তিনি বলেন, আমরা খুব ভাগ্যবান যে দু’জন শনাক্ত হয়েছেন, দুজনই হচ্ছেন ক্রিকেট বোর্ডের। ক্রিকেট বোর্ডের একটা সুবিধা আছে তাদের সঙ্গে সোনারগাঁও হোটেলের একটা এগ্রিমেন্ট আছে। সোনারগাঁও হোটেলের ফ্লোরের একটা উইং পুরোপুরি বায়ো বাবল হিসেবে রেখে দিয়েছে। সেজন্য যেসব খেলোয়াড় বাইরে থেকে আসে তারা বিমানবন্দর থেকে সরাসরি বায়ো বাবলে ঢুকে যায়, সেখানে টেস্ট হয়। তারা ফ্যামিলি বা কারো সংস্পর্শে আসার কোনো সুযোগ পায়নি। বিমানবন্দর থেকে বায়ো বাবলের মধ্যে চলে গেছে। এটা একটা সুবিধা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, বুস্টার ডোজের বিষয়েও কারিগরি কমিটি ও স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশনা দেওয়া হয়েছে। বুস্টার ডোজ ফ্রি নাকি ফি দিয়ে দেওয়া হবে- এ জিনিসগুলো তারা আলোচনা করে একটা নীতিমালা ঠিক করবেন। আগামী মাসে শুরু হতে যাওয়া একাদশ জাতীয় সংসদের ২০২২ সালের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজকের মন্ত্রিসভার বৈঠকে ডি-৮ প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট (পিটিএ) এর আওতায় অন্য সদস্য দেশগুলোকে শুল্ক ছাড় প্রদানের পণ্য তালিকা ও সার্টিফিকেট অব অরিজিন অনুমোদিত হয়। এছাড়া পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস আইন-২০২১, বাণিজ্য সংগঠন আইন-২০২১ এবং আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র আইন-২০২১ এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশ ও মালদ্বীপের দ্বৈত করারোপণ পরিহার ও রাজস্ব ফাঁকি রোধ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে অনুস্বাক্ষরিত চুক্তির সংশোধিত খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী আগামী ২২/২৩ ডিসেম্বর মালদ্বীপ যাচ্ছেন। সেখানে একটা ট্রেড এগ্রিমেন্ট সই হবে। ওটা আগেই অনুমোদন করা ছিল। এখানে করারোপের কিছু বিধি-বিধান ছিল। সেগুলোকে দু’দেশ আলাপ-আলোচনা করে বাতিল করে দিয়েছে। গত ১ ও ২ নভেম্বর গ্লাসগোতে অনুষ্ঠিত কপ-২৬-এ অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের যুক্তরাজ্য সফরের বিষয়ে মন্ত্রিসভাকে অবহিত করা হয়। এছাড়া গত ৩ নভেম্বর থেকে ১৩ নভেম্বর প্রধানমন্ত্রীর লন্ডন ও প্যারিস সফরের কথাও জানানো হয়।
Leave a Reply