February 5, 2025, 5:57 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রজ্বলিত তারুণ্য সংগঠনের উদ্যোগে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন ও মাস্ক বিতরণ করা হয়েছে। সোমবার মহান ২১শে ফেব্রুয়ারী প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পন ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার আইন বিভাগের অধ্যাপক ড.সেলিম তোহা, সম্মিলিত সামাজিক জোট কুষ্টিয়ার চেয়ারম্যান বিশিষ্ট লেখক ও গবেষক ড.আমানুর আমান ও
প্রজ্জ্বলিত তারুণ্যের উপদেষ্টা এবং ডিবেট ফর ডেভেলপমেন্ট বাংলাদেশ এর মহাসচিব ও দৈনিক কুষ্টিয়ার ভারপ্রাপ্ত সম্পাদক এস.এম. শামীম রানা।
আরো উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক জোট কুষ্টিয়ার সমন্বয়ক এড. মুহাইমিনুর রহমান পলল, সেভ দি ফিউচার ফাউন্ডেশন কুষ্টিয়া ইউনিটের সভাপতি হাফিজুর রহমান হাফিজ, উৎসর্গ ফাউন্ডেশন কুষ্টিয়া শাখার সহসভাপতি আমিনুল ইসলাম। প্রজ্বলিত তারুণ্যের সহ সভাপতি মো জিহাদ খন্দকার, সাধারণ সম্পাদক মো তুষার মাহামুদ, ব্লাড ডোনেশন সম্পাদক মোছাঃ ফারহানা আকতার, সদস্য মোঃ আইয়ুব আলী, উক্ত মাস্ক বিতরনী অনুষ্ঠান শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা জনসাধারণের মধ্যে সচেনতা বৃদ্ধি ও প্রজ্জ্বলিত তারুণ্য পক্ষ থেকে শহীদ মিনার ডিসি কোর্ট চত্বরে “সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন ” এর ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে গ্রুপিং করতে আসা জনসাধারণের সচেতনতা তৈরি করতে মাস্ক প্রদান করা হয়।
প্রজ্বলিত তারুণ্য এর সভাপতি আশরাফুল ইসলাম ( তুষার ) জানান সামাজিক উন্নয়নে আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply