November 21, 2024, 6:55 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বিএনপি থেকে নির্বাাচিত ব্যারিস্টার রুমিন ফারহানার সংরক্ষিত নারী আসন-৫০ ছেড়ে দেওয়া আসনটি জাতীয় সমাজতান্ত্রিক দলকে (জাসদ-ইনু) দেওয়া হতে পারে। যদি দেয়া হয় তাহলে জাতীয় নারী জোটের কেন্দ্রীয় আহ্বায়ক আফরোজা হক রীনাকে মনোনয়ন ে বে জাসদ। জাসদের একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে।
খুব শিগগির এ আসনের তপশিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।
সম্প্রতি জাতীয় সংসদ থেকে বিএনপির ৬ এমপির সঙ্গে সংরক্ষিত আসনের সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাও পদত্যাগ করেন। গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ৬ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ৩, জাতীয় পার্টি ১, জাসদ ১ ও স্বতন্ত্র ১টি করে আসনে বিজয়ী হয়। নিয়ম অনুযায়ী প্রতি ৬ আসনের বিপরীতে একটি করে নারী আসন নির্ধারিত হয়। কিন্তু কোনো দলই এককভাবে এ ৬ আসনে বিজয়ী হয়নি। ফলে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হওয়া আওয়ামী লীগের সমর্থন নিয়েই সংরক্ষিত এ আসনটি নির্ধারিত হবে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, আসনটি পেতে উপনির্বাচনের পর থেকেই সরকারের সঙ্গে নানাভাবে দেনদরবার শুরু করে জাতীয় পার্টি ও জাসদ। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে কথা বলেন উভয় দলের নেতারা। জাসদ নেতারা দাবি করেন, জাতীয় সংসদে বিরোধী দল জাতীয় পার্টি এবং সরকারের শরিক ওয়ার্কার্স পার্টির সংরক্ষিত নারী এমপি রয়েছেন। কিন্তু জাসদের কোনো নারী এমপি নেই। সেজন্য এ আসনটি তারা চান। এমন প্রেক্ষাপটে আগামী জাতীয় নির্বাচন, সরকারবিরোধী আন্দোলন এবং জোটের অক্ষুণ্নতা রক্ষায় শেষ পর্যন্ত আসনটি জাসদকেই ছেড়ে দেওয়া হতে পারে।
Leave a Reply