January 13, 2026, 5:45 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বেতন স্কেল নয়, মহার্ঘ ভাতাই অব্যাহত থাকছে সরকারি চাকরিজীবীদের, কমিশনের কাজ চলবে বিক্ষোভে রক্তাক্ত ইরান: নিহত ৫৩৮, গ্রেপ্তার ১০ হাজার ছাড়াল বেনাপোল–খুলনা–মোংলা কমিউটার লিজ/লাভের ট্রেন বেসরকারি হাতে, ক্ষোভে ফুঁসছেন যাত্রীরা অন্তর্বর্তী সরকার পে-স্কেল ঘোষণায় পিছিয়েছে, প্রতিবেদন হস্তান্তর হবে নতুন সরকারের কাছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন/ প্রার্থিতা ফিরে পেতে ৬৪৫ আপিল, শুরু হচ্ছে শুনানি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমান, স্থায়ী কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত কুষ্টিয়ায় সহকারী শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষা চলছে, ১৬ শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে ১৪৪ ধারা জারি সীমানা জটিলতায় পাবনা-১ ও ২ আসনে ভোটের কার্যক্রম স্থগিত কুষ্টিয়া থাকছে তালিকায়/শনিবার থেকে বাড়বে শীত, চলতি মাসে একাধিক শৈত্যপ্রবাহের আভাস

বিবিএসের জরিপ/কখনো শিক্ষালয়ে যায়নি দেশের তিন কোটি মানুষ, স্নাতকোত্তর মোট জনসংখ্যার ৫.৫৩ শতাংশ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
সরকারি তথ্য অনুযায়ী বাংলাদেশে শিক্ষাগ্রহণের জন্য কখনো স্কুল বা অন্য শিক্ষা প্রতিষ্ঠানে যায়নি, এমন মানুষের সংখ্যা তিন কোটিরও বেশি। জঅবনে কখনো শিক্ষালয়ে যায়নি এমন মানুষের হার সবচেয়ে বেশি ময়মনসিংহ বিভাগে। গ্রামের তুলনায় শহরে এ হার তুলনামূলক কম। আবার শিক্ষালয়ে গেলেও প্রথম শ্রেণি পাস করতে পারেনি সাড়ে চার লাখ এবং প্রাথমিকের গন্ডি পেরোতে পারেনি প্রায় আড়াই কোটি মানুষ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) আর্থসামজিক ও জনমিতিক জরিপ প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। সম্প্রতি প্রতিবেদনটি প্রকাশ করেছে সংস্থাটি। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের মোট জনসংখ্যার ১৭.৪৭ শতাংশ মানুষ কখনো স্কুল বা মাদ্রাসায় যায়নি। জরিপে শিক্ষার স্তর হিসেবে পাঁচ বছরের বেশি বয়সী জনগোষ্ঠীকে হিসাব করা হয়েছে।
বিবিএসের জনশুমারি ও গৃহগণনার সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী বর্তমানে দেশের মোট জনসংখ্যা ১৭ কোটি ১৫ লাখ ৯০ হাজার। এর মধ্যে পাঁচ বছরের নিচে রয়েছে ৯ দশমিক ১৪ শতাংশ। সেই হিসাবে পাঁচবছরের বেশি বয়সী মানুষের সংখ্যা ১৫ কোটি ৫৯ লাখ ৬ হাজার ৬৭৪। এর ১৭ দশমিক ৪৭ শতাংশ হিসাব করলে দাঁড়ায় ৩ কোটি ৩ লাখ ৫৫ হাজার ২৯ জন।
কখনো স্কুল বা অন্য শিক্ষালয়ে না যাওয়াদের মধ্যে পুরুষের তুলনায় নারীদের হার বেশি। প্রতিবেদন অনুযায়ী, দেশের ১৮.০৬ শতাংশ পুরুষ কখনো শিক্ষাগ্রহণের জন্য স্কুল বা মাদ্রাসায় যায়নি, সেখানে এই হার নারীদের ক্ষেত্রে ২০ দশমিক ৮৬ শতাংশ।
বিভাগের হিসাবে কখনো শিক্ষালয়ে না যাওয়াদের হার সবচেয়ে বেশি ময়মনসিংহ বিভাগে। এ বিভাগের ২৭ দশমিক ৫৬ শতাংশ মানুষ কখনো স্কুল বা মাদ্রাসায় যায়নি। এরপর পর্যায়ক্রমে রংপুর বিভাগে ২৩.৭৫ শতাংশ, সিলেটে ২২.১৩, রাজশাহীতে ২১.১৭, খুলনায় ২০.৭৬, চট্টগ্রামে ১৬.৫৭ এবং ঢাকা বিভাগে এ হার ১৫.০৭ শতাংশ। এ হার সবচেয়ে কম বরিশাল বিভাগে, ১৫.০৭ শতাংশ।
জরিপ প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে, ৫ বছরের বেশি বয়সী মোট জনসংখ্যার মধ্যে স্কুলে গেলেও প্রাক প্রাথমিক শেষ করতে পারেনি ৪ লাখ ৫২ হাজার ১২৯ জন। প্রথম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে ১৪ লাখ ৪৯ হাজার ৯৩২ জন এবং চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে ২ কোটি ৪৫ লাখ ৮ হাজার ৫২৯ জন। অর্থাৎ শিক্ষালয়ে গেলেও প্রায় আড়াই কোটি মানুষ প্রাথমিকের গণ্ডি পার করতে পারেনি।
মাধ্যমিকেই ঝরে গেছে মোট জনগোষ্ঠীর প্রায় এক-তৃতীয়াংশ। জরিপ প্রতিবেদন অনুযায়ী, নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে ৫ কোটি ৬৭ লাখ ৬৫ হাজার ৬২০ জন। মানে ৩৬.৪১ শতাংশ মানুষ। এর মধ্যে ৩৮.৭১ শতাংশ নারী এবং পুরুষ ৩৪ দশমিক ০৮ শতাংশ। চতুর্থ শ্রেণি পড়াশোনার ক্ষেত্রে পুরুষরা এগিয়ে থাকলেও নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে বেশি নারীরা।
এদিকে, দেশে বর্তমানে এসএসসি এবং সমমান পাস করা মানুষের সংখ্যা রয়েছে ১ কোটি ৫৮ লাখ ৭১ হাজার ২৯৯ জন, যা ৫ বছরের বেশি বয়সী জনগোষ্ঠীর ১০ দশমিক ১৮ শতাংশ। এসএসসি পাস করা জনগোষ্ঠীর মধ্যেও পুরুষের তুলনায় নারী বেশি। যেখানে ৯ দশমিক ৯৫ শতাংশ পুরুষ এসএসসি পাস করেছে, সেখানে নারীদের ক্ষেত্রে এ হার ১০ দশমিক ৪০ শতাংশ।
বর্তমানে দেশের মোট জনগোষ্ঠীর ৭ দশমিক ১৫ শতাংশ এইসএসসি বা সমমান পাস করেছে। সেই হিসাবে মোট জনসংখ্যার মধ্যে এইএসসি পাস করেছেন ১ কোটি ১১ লাখ ৪৭ হাজার ৩২৭। এ ক্ষেত্রে নারীদের তুলনায় পুরুষ বেশি। এ ছাড়া ডিপ্লোমা, নার্সিং এবং মিডওয়াফারি পাস করেছেন ৪ লাখ ৫ হাজার ৩৫৭ জন। এ ক্ষেত্রে নারীদের তুলনায় পুরুষরা এগিয়ে। পাশাপাশি অপ্রাতিষ্ঠানিক মাধ্যমে শিক্ষা নিয়েছেন অনানুষ্ঠানিক ১৪ লাখ ৬৫ হাজার ৫২২ জন।
এদিকে বর্তমানে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রিধারী রয়েছে ৮৬ লাখ ২১ হাজার ৬৩৯ জন, যা মোট জনসংখ্যার ৫ দশমিক ৫৩ শতাংশ। জরিপে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রিধারী হিসেবে ডিগ্রি, অনার্স, এমবিবিএস, বিএসসি, পিএইসডিসহ সমমান পাস করাদের বোঝানো হয়েছে। স্নাতক ডিগ্রিধারীদের মধ্যে পুরুষ বেশি। দেশে বর্তমানে স্নাতকধারী নারী রয়েছে ৩.৮১ শতাংশ আর পুরুষ স্নাতকধারী ৭.২৪ শতাংশ।

স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রিধারী গ্রামের তুলনায় শহরে প্রায় তিনগুণ। গ্রামের স্নাতকধারীর হার ৩ দশমিক ২০ শতাংশ, সেখানে শহরে এই হার ১০ দশমিক ১৩ শতাংশ। অর্থাৎ শহরে বসবাসকারী জনগোষ্ঠীর মধ্যে ১০ শতাংশের ও বেশি মানুষ স্নাতকধারী। বিভাগের হিসাবে স্নাতকধারী সবচেয়ে বেশি ঢাকা বিভাগ। আর সবচেয়ে কম সিলেট বিভাগে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net