January 22, 2025, 4:56 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
পদ্মার অব্যাহত ভাঙন থেকে কয়েকটি গ্রাম ও ফসলী জমি রক্ষায় অবশেষে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কার্যলয় ঘেরাও করেছেন প্রায ৬টি গ্রামের কয়েক হাজার বাসিন্দা। এ সময় দিনভর প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করেন তারা। একই সাথে পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতার অভিযোগ তোলেন তারা।
জানা গেছে, জেলার মিরপুর উপজেলার হলবাড়িয়া, বারুইপাড়া, তালবাাড়য়িা, খাদিমপুর, সাহেবনগর, মির্জানগর ও ঘোড়ামারাসহ বিস্তীর্ণ এলাকা থেকে শহরে এসেছিলেন কয়েক হাজার নারী পুরুষ।
আজ রোববার দুপুর ১২টার দিকে প্রায় চার কিলোমিটার পধ পাড়ি দিয়ে শহরে পাউবো কার্যালয় ঘেরাওয়ে আসেন এলাকাবাসী।
বিক্ষোভকারীরা জানান, ইতোমধ্যে এসব এলাকার কয়েকশ বাড়িঘর নদীতে তলিয়ে গেছে, বিলীন হয়েছে এমন কয়েকশ। হুমকির মুখে পড়েছে দেশের উত্তর ও দক্ষিণবঙ্গের যোগাযোগো একমাত্র কুষ্টিয়া-পাবনা জাতীয় মহাসড়ক। এ সড়কটি যেকোনো মুহূর্তে বিলীন হতে পারে নদীগর্ভে।
বিক্ষোভকারীদের সাথে এ সময় দেখা করেন কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান। পরে ঐ কর্মকর্তা জনতার উদ্দেশ্যে বলেন, সরকারী বরাদ্দ অনুপাত করে সাহেবনগর বেড়িবাঁধসহ ভাঙনকবলিত এলাকায় রোববার সন্ধ্যা থেকেই জিও ব্যাগ ও টিউব ব্যাগ ফেলার কাজ শুরু হয়েছে। এ ছাড়া পরিস্থিতি স্বাভাবিক হলে দেড় থেকে দুই মাসের মধ্যে শুরু হবে স্থায়ী বাঁধ নির্মাণের কাজ।
রাশিদুর রহমানের এ ঘোষণার পর এলাকাবাসীও স্বেচ্ছশ্রমে ভাঙন ঠেকাতে সরকারের সাথে কাজ করার ঘোষণা দেন।
আগত লোকদের সাথে কথা বলে জানা যায়, বিগত তিন বছর যাবৎ নদীগর্ভে শত শত একর আবাদি জমি বিলীন হয়ে গেছে। বর্তমানে জাতীয় গ্রিডের ছয়টি বিদ্যুৎ সঞ্চালনের টাওয়ারসহ বসতবাড়ি, শতবর্ষী স্কুল-কলেজ ভাঙনের হুমকির মুখে রয়েছে। কুষ্টিয়া ঈশ্বরদী-মহাসড়ক থেকে নদী মাত্র ৫০ মিটার দূরে আছে। সড়কটি যেকোনো সময় ভাঙনের কবলে পড়বে।’
জানতে চাইলে রাশিদুর রহমান পদ্মার ভাঙনে ঐ এলাকা হুমকির মুখে বিষয়টা স্কীকার করেন। তিনি বলেন, নতুন সমসঅ তৈরি করেছে টানা বর্ষণ। তিনি বলেন ‘টানা বৃষ্টিতে নদীর পানি ২-৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া নদীর গতিপথ পরিবর্তন ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ওই এলাকায় ভাঙন তীব্র হয়েছে।
তিনি বলেন, বিষয়টি তাদের পর্যবেক্ষণে রয়েছে। প্রতিমুহুর্তেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিদ্যুৎ সঞ্চালন টাওয়ার ও বেড়িবাঁধসহ গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় সেখানে দ্রুত জিও ব্যাগ ও জিও টিউব ফেলার কাজ শুরু হচ্ছে।’ পাউবো প্রকৌশলী বলেন, আপৎকালীন পরিস্থিতি পার করে দ্রুত ভাঙনরোধে স্থায়ী সমাধানের জন্য নেওয়া প্রকল্পের কাজ শুরু হবে।
Leave a Reply