April 23, 2025, 5:35 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বৈশ্বিক মন্দা, ডলারের দামে ঊর্ধ্বগতিসহ নানা সংকটের পাশাপাশি দেশের জুলাই-আগস্টের রাজনৈতিক ছন্দপতন আঘাত হেনেছে দেশের প্রধানতম স্থলবন্দরের রাজস্ব আদায়ে। ফলে এ কাস্টমস হাউজকে বেঁধে দেয়া লক্ষ্যমাত্রার রাজস্ব বন্দরটি আদায় করতে পারেনি। অর্থবছরের প্রথম প্রান্তিকে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার চেয়ে ২৩৯ কোটি ৪২ লাখ টাকা কম হয়েছে।
বন্দর সূত্র জানাচ্ছে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক ২০২৪-২৫ অর্থবছরের জন্য বেনাপোল কাস্টমস হাউজকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল ৬ হাজার ৭০৫ কোটি টাকা। বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) এ লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৫৪৩ কোটি ৩০ লাখ টাকা। তবে এ তিন মাসে রাজস্ব আদায় হয়েছে ১ হাজার ৩০৩ কোটি ৮৮ লাখ টাকা। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে ২৩৯ কোটি ৪২ লাখ টাকা কম হয়েছে।
এ সময় পণ্য আমদানি হয়েছে ৩ লাখ ৮২ হাজার ৬১৫ টন, বিপরীতে রফতানি হয়েছে ৯ হাজার ৬৪৯ টন।
বেনাপোল কাস্টমস সূত্রে জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরে ১৪ লাখ ৪৫ হাজার টন পণ্য আমদানি হয়েছিল। ২০২১-২২ অর্থবছরে হয়েছিল ২১ লাখ ১৪ হাজার টন। এর আগে ২০২০-২১ অর্থবছরে আমদানি করা হয়েছিল ২৬ লাখ ৪৪ হাজার টন পণ্য। ২০১৯-২০ অর্থবছরে আমদানি হয়েছিল ২০ লাখ ৩৮ হাজার ৬৪ টন। ২০১৮-১৯ অর্থবছরে পণ্য আমদানি হয়েছিল ২০ লাখ ১১ হাজার ৬ টন।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, বেনাপোল আমদানি-রফতানি সমিতি এবং কাস্টমস কর্মকর্তারা এর পেছনে একাধিক কারন খুঁজে পেয়েছেন।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক সুলতান মাহামুদ বিপুল বলেন, ‘বৈশ্বিক মন্দা, ডলারের দামে ঊর্ধ্বগতি আর নানা সংকটের কারণ দেখিয়ে বাণিজ্যিক ব্যাংকগুলো কয়েক বছর ধরে এলসির পরিমাণ কমিয়ে রেখেছে। তিনি বলেন, রাজনৈতিক পটপরিবর্তনের কারনেও অনেক ব্যবসায়ী পণ্য আমদানি কমিয়ে দিয়েছেন। অনেকে রাজনৈতিক পরিচয়ের কারনেও নিরাপত্তার দিক ভেবে ব্যবসা থেকে এখনও দুরে রয়েছেন। তারা দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
বেনাপোল আমদানি-রফতানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, গত আগস্টে সরকার পরিবর্তনের পর দেশের পরিস্থিতির কারনে এখনও আমদানি-রপ্তানি অনুকূল মনে করছেন না অনেক ব্যবসায়ী।
ভারত-বাংলাদেশ ল্যান্ডপোর্ট ইমপোর্ট-এক্সপোর্ট কমিটির পরিচালক মতিয়ার রহমান জানান, গত জুলাই-আগস্টে ব্যবসায়ীরা পণ্য আমদানি কমিয়ে দিয়েছিলেন। তবে অর্থবছরের বাকি মাসগুলোয় আমদানি-রফতানি বাড়বে বলে আশা করা যাচ্ছে।
বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার সাফায়েত হোসেন কিছুটা অস্থিতিশীলতার কথা স্বীকার করেন। তিনি বলেন অবস্থা কাটতে শুরু করেছে। দেশে বর্তমানে ও ডলারের পরিস্থিতি স্থিতিশীল।
তিনি আশা করেন আগামী মাসগুলোয় ব্যবসায়ীরা পুরোদমে বাণিজ্যিক কার্যক্রম শুরু করবেন। তখন রাজস্ব আদায়ও বেড়ে যাবে।
Leave a Reply