December 5, 2024, 11:14 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার মিরপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২২ লাখ টাকা মূল্যের ১ কেজি ১১৫ গ্রাম ভারতীয় হেরোইন উদ্ধার করেছে। কেউ গ্রেফতার হয়নি।
বৃহস্পতিবার রাতে বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয় (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৮ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে মিরপুর রেলস্টেশনে রাজশাহী থেকে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে এই হেরোইন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এই মাদকের বাজার মূল্য ২২ লাখ ৩০ হাজার টাকা।
এ বিষয়ে মিরপুর থানায় জিডি করা হয়েছে।
Leave a Reply